অমিত হাসান অপু, স্টাফ রিপোর্টার | ২০ মার্চ ২০২০ | ৫:৫০ অপরাহ্ণ
আজ শুক্রবার জুম’য়ার নামাজের পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ৩নং মোগড়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড রাজেন্দ্রপুর পশ্চিম পাড়া জামে মসজিদে “করোনা” থেকে সচেতন থাকার পরামর্শ দেন ছাত্রলীগ কর্মী মোঃ আব্দুল মোমেন ভূঁইয়া।
তিনি বলেন গতকাল বাংলাদেশ ছাত্রলীগ, আখাউড়া উপজেলা শাখার প্রেস বিজ্ঞপ্তি পাওয়ার পর আজ সকালে আমি মোগড়া ইউনিয়ন এর ৮নং ও ৯নং ওয়ার্ডের পশ্চিমাংশে খোঁজ নিলাম নতুন কারা বিদেশ থেকে এসেছে,
খোঁজ নিয়ে দেখা যায় তিনজন নতুন বিদেশ থেকে এসেছে, তাদের মধ্যে একজন বাহরাইন, একজন কাতার এবং একজন সৌদি আরব থেকে এসেছে, আমি তাদের বাড়িতে গিয়ে দেখি দুজন স্বাভাবিক চলাফেরা করছে আরেকজন ঘরেই অবস্থান করছে,
পরে আমি তিন জনকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেই।
এবং আজ জুম’য়ার নামাজের পূর্বে রাজেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদে “করোনা”র ব্যাপারে সকলকে সচেতন থাকার অনুরোধ করি,
নিজেদের মধ্যে করোনা দেখা দিলেও নিজ ঘরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে (রেস্টে) থাকার জন্য বলি,
নিচের পরামর্শ মানে চলতে পারলে , অন্তত কিছুটা প্রতিরোধ সম্ভব ।
১. জ্বর. কাঁশি, সর্দি হলে তাৎক্ষণিক আপনাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যাবেন না।
৩. সবাই কে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিন । যাতে করে করোনায় আক্রান্ত মানুষ এক এলাকা থেকে অন্য কোথাও ঢুকতে না পারে।
৪. বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা বাধ্যতামূলক।
৫. বাইরে থেকে এসে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিন।
৬. অযথা চোখে মুখে হাত দেয়া থেকে বিরত থাকুন।
৭. মানসিক ভাবে শক্ত থাকুন।
৮. নিয়মিত খাওয়া-দাওয়া এবং ব্যায়াম করুন।
এবং যারা বিদেশ থেকে এসেছে তাদের সাথে ১৪ দিন কথা বলা, দেখাশোনা করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেই।
আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আখাউড়া উপজেলা শাখা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব, চলুন আমরা এসব মেনে চলি এবং অন্যদের মেনে চলার পরামর্শ প্রদান করি।
পরে জুম্মার নামাজ শেষে আল্লাহার কাছে সমস্ত মানব জাতির জন্য সিফা কামনা করা হয়।