এম এ.রহিম, গোয়াইনঘাট উপজেলা (সিলেট) প্রতিনিধি | ০১ মে ২০২০ | ৫:৪১ পূর্বাহ্ণ
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর ইউকে শাখার সভাপতি ও সিলেটের হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর ম্যানিজিং পার্টনার বিশিষ্ট সমাজসেবক জনাব নজমুল আবেদীন খালিক বুলবুল বলেছেন,,
বিশ্বব্যাপী মহামারী করোনা থেকে মুক্তির পথ দিতে পারেন একমাত্র মহান আল্লাহ পাক।
তাই পবিত্র রমজান শরীফের দাবী পুরণ করতে সকল মুসলিম উম্মাহকে সচেতন থাকতে হবে। মহান আল্লাহর অত্যন্ত পবিত্র এ রমজান মাস! এই মাসে বেশী বেশী ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে খুশী আর রাজি করতে পারলেই বিশ্বব্যাপী এ মহামারী থেকে মুক্তি পাওয়া সম্ভব।
মানবজাতির দু হাতের কামাই এ করোনা মহামারী বিশ্বকে আজ স্থবির করে দিয়েছে। মানব নিয়ন্ত্রণের বাহিরে আজ এ মহামারী। তাই এই মহামারী থেকে রক্ষা পেতে সমাজে সচেতনতার জন্য সরকারের দিকনির্দেশনা মেনে চলতে হবে এবং ঘরে থাকার বিকল্প নেই। একে অপর থেকে দুরুত্ব বজায় রাখতে হবে। অতি জরুরী কাজে বের হলে নিরাপদ ব্যবস্থায় চলাফেরা করতে হবে। অন্যথায় খামখেয়ালিপনার কারণে যেমন নিজের বিপদ ডেকে আনবেন তেমনি অন্যকেও বিপদে ফেলবেন। তাই সবাইকে সচেতন হয়ে থাকতে হবে এবং মহান আল্লাহর দরবারে আকুতি মিনতির সাথে ফরিয়াদ জানাতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান নজমুল আবেদীন খালিক বুলবুল।