| ০৪ মে ২০২০ | ১:৫৩ অপরাহ্ণ
তোমাদের গড়া এই পৃথিবীতে নাইবা থাকুক প্রাধিকার
ভবঘুরে,পথ শিশু ওরাও মানুষ আছে বাঁচার অধিকার।
চায় না পোলাও কোপ্তা বিরিয়ানি জুটে যদি ডাল ভাত
অপলক চেয়ে থাকে যদি বাড়িয়ে দাও অকৃপণ হাত।
হতে পারতো তার জন্ম তোমার ধনী পিতা মাতার ঘরে
তোমার জন্ম যদি হতো অর্ধাহারে বেঁচে থাকা সংসারে,
রোদে পোড়ে বৃষ্টিতে ভিজে জীবন নদী দিতে হত পাড়ি
ঝুপড়ি ঘরে রাস্তার ধারে কিংবা ল্যাম্পপোস্ট হত বাড়ি।
এমন করে কেউ কী ভেবেছো বৈশাখী বৃষ্টি বিলাস দিনে
মানবতার ঝড়ে ঝরেছে কি অশ্রু যুগল চোখের কোণে?
➤এস এম শাহনূর (৩০.০৪.২০২০)