| ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:০৭ অপরাহ্ণ
বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গত শনিবার (৯/০২/১৯) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব আবিদ আজম।
তিনি জানান, কবি আল মাহমুদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সবার কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
তিনি ইবনে সিনা হাসপাতালের ধানমণ্ডি শাখায় ভর্তি আছেন। কবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে তাকে।
তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন