| ১৭ জানুয়ারি ২০২৩ | ৩:৫৬ অপরাহ্ণ
বিগত দশক অর্থাৎ আশির দশকের লেখক সৈয়দ রিয়াজুর রশীদ। সম্প্রতি অনুভব প্রকাশনী প্রকাশ করলো তাঁর “সমগ্র রচনা”-১, লেখক জীবন ও সময়ের অবিনাশী কথামালায়, মানুষের প্রাপ্তি অপ্রাপ্তিগুলোকে অত্যন্ত সাবলীলভাবে শিল্প, শৈলী ছাঁচে মূর্ত-বিমুর্ততায় পাঠকের সামনে হাজির করেছেন নিপুনভাবে।গ্রন্থটি পাঠে আমার কাছে মনে হলো-মানুষ যখন মৌলিক চাওয়া পাওয়া গুলোকে পাশ কাটিয়ে শুধু ঘাস, ফুল, যৌনতা আর অন্ধ স্বপ্নের তোয়াজে ব্যাস্ত যখন কথিত লেখকরা, পঁচা নর্দমায় অবরুদ্ধ তখনই সাহিত্য সময় মনে করে-সমগ্র রচনা-১ নিয়ে, সৈয়দ রিয়াজুর রশীদ স্রোতের বিপরীতেই দাঁড়ালেন, বিদগ্ধ পাঠক বইটি পড়া মাত্রই টের পাবেন বৈকি।
বইটিতে সূচিবদ্ধ হয়েছে ১টি উপন্যাস, ১৫টি গল্প, ৭টি প্রবন্ধ ও সাক্ষাৎকার। সমগ্র রচনা-১ এ উপন্যাসে ১ম বিশ্বযুদ্ধ থেকে ২য় বিশ্বযুদ্ধ মধ্যবর্তীকালীন জীবনানন্দ, মানিক বন্ধ্যেপাধ্যায়, অদ্বৈত মল্ল বর্মন এবং সঞ্জয় ভট্রাচার্যের দোদুল্যমান জীবন মরনের গল্প অজানা তথ্য উঠে এসেছে তাঁর সুন্দর কলমের আঁচড়ে।
“সমগ্র রচনা”-১ গ্রন্থের গল্প, প্রবন্ধ, নিবন্ধ-সাক্ষাৎকার পড়েই মুগ্ধ হয়েছি। গল্প পাঠে ভাবনায় তাঁর এত বিষয় বৈচিত্র্য দেখে আপ্লুত হয়েছি।প্রীতিবেগ, বেদনার আবেগ সমসাময়িক প্রেক্ষিতের পর্যবেক্ষনমূলক দৃষ্টি,ইতিহাস সচেতন ও ঐতিহ্য পাঠে এক দূর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে দিয়ে সৈয়দ রিয়াজুর রশীদ পাঠককে জাগিয়ে তোলেন, ভাবিয়ে তোলেন। চারশত পঞ্চাশ পৃষ্ঠার এই “সমগ্র রচনা”-১ এর প্রকাশক-কবি তুষার প্রসূন এবং মনোমুগ্ধকর প্রচ্ছদ করেছেন-আয়ূব আল আমিন। বইটির পাঠক প্রিয়তা ও লেখকের যাপিত জীবন সুন্দর কাটুক এই প্রত্যাশা রইলো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |