| ২০ জুলাই ২০১৮ | ৩:০৩ পূর্বাহ্ণ
আল-হাইআতুল উলয়া লিলজামিআতিল কওমিয়া বাংলাদেশের অধিনে দাওরায়ে হাদীসের দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে ৷ সরকারী স্বীকৃতির প্রিতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত কওমী মাদরাসা সমূহের সম্মিলিত বোর্ড সুচারুরূপে কার্যক্রম পরিচালনা করলেও প্রতিশ্রুত স্বীকৃতি এখনো লাভ হয়নি ৷ প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে কওমীর স্বকীয়তা বজায় রেখে স্বীকৃতি বাস্তবায়নে সরকারের পদক্ষেপ নিয়ে সংশয় কাটেনি কওমী মহলের ৷ মন্ত্রীপরিষদে পাঠানোর জন্য ইতিমধ্যে স্বীকৃতিসংক্রান্ত আইনের খসড়া তৈরি হয়েছে মর্মে সংবাদ প্রচার হওয়ার পর থেকে কওমী অঙ্গণে দানা বেধেছে অজানা শংকা ৷ কী আছে খসড়ায়? কওমীর স্বকীয়তা, দারুল উলূম দেওবন্দের মূলনীতি রক্ষা করেই আইনের খসড়া তৈরি হয়েছে তো?
স্বীকৃতির চেয়ে স্বকীয়তা রক্ষার গুরুত্ব অনেক বেশি, একথা কওমীর সর্বজনবিদিত ৷ কাজেই যেনতেন স্বীকৃতি কস্মীণকালেও গ্রহনযোগ্য হবে না ৷ সরকারের উচিৎ এ বিষয়টি মাথায় রেখেই অগ্রসর হওয়া ৷ কওমী ছাত্র ও ওলামায়ে কেরামকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে ৷ সরকারী আমলাদের উপর পূর্ণ আস্থা রেখে অপেক্ষা করার সুযোগ নেই ৷ বরং বিলটি মন্ত্রীপরিষদ এবং পর্যায়ক্রমে সংসদে উত্থাপনের আগেই সংশ্লিষ্ট সকলের দৃষ্টিতে আনা জরূরী ৷
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |