| ২৯ সেপ্টেম্বর ২০১৮ | ৬:৫৬ অপরাহ্ণ
২৭ সেপ্টেম্বর ২০১৮ ইং বৃহস্পতিবার, “কওমী ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া” কর্তৃক আয়োজিত সম্মাননা প্রদান ও আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ মিলায়েতনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন,
আলেমদের মধ্যে
আল্লামা শায়েখ সাজিদুর রহমান দা.বা.
আল্লামা মুফতি মুবারাকুল্লাহ দা.বা.
মুফতি আব্দুর রহিম কাসেমী দা.বা.
মুফতি বুরহান উদ্দিন কাসেমী দা.বা.
হযরত জহিরুল ইসলাম দা.বা.
মুফতি মারুফ কাসেমী দা.বা.
মুফতী আব্দুল হক দা.বা.
হযরত বুরহান উদ্দীন আল মুতিন দা.বা.
মাওলানা ইউসুফ ভূঁইয়া
প্রশাসনের উর্ধতণ কর্মকর্তাদের মধ্যে-
জনাব ড. রেজওয়ানুর রহমান জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া ।
জনাব আনোয়ার হোসেন পিপিএম, বিপিএম পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া ।
জনাব মুহাম্মদ রেজাউল করিম অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া ।
জনাব মুহাম্মদ আবু সাঈদ সহকারী পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া ।
জনাব মুহাম্মদ সেলিম উদ্দীন ওসি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা।
ডাক্তারগণের মধ্যে-
জনাব ডা. মোহাম্মদ বজলুর রহমান। সভাপতি- ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কমিটি
জনাব ডা. মোহাম্মাদ আবু সাঈদ। পরিচালক- ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ।
এছাড়াও শিক্ষাকবিদ, সাংবাদিক , ব্যাবসায়ি , উলামা-ত্বলাবা , কবি, শিল্পী সহ হাজার হাজার জনতার উপস্থিতিতে কানায় কানায় ভরপুর ছিল টাউন হলের বিশাল কক্ষটি।
এই মহান কাজকে এগিয়ে নেয়ার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করেন কওমি ব্লাড ব্যাংক কতৃপক্ষ।
সবশেষে উপস্তিত সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন, আগামী দিনে আরো বেশি মানবসেবায় এগিয়ে যেতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।