| ১৩ অক্টোবর ২০২০ | ৭:৪৬ অপরাহ্ণ
ডাঙ্গায় রক্ত জবা
ঝিলে অলীক পদ্ম,
কাব্যময়ী চোখের চাওয়ায়
হৃদয় হল জব্দ।
আমি বাউলা বেসে ঘুরে বেড়াই
সুখেরই সন্ধানে,
বিরহেরই তপ্ত অনলে
হিয়া যে মোর ভাঙ্গে।
ও মানবী তুমি তো- মম মনের
নীলিম আকাশের মধ্যমনি।
হৃদয় নিংড়ানো স্বপ্নভূমি-
আহা কত যে আলাপনি।
শহর-নগর মাড়িয়ে এলাম
তবুও তোমায় নাহি পেলাম,
সর্বক্ষণে তোমায় ভেবে
অচিনপুরে হারিয়ে গেলাম।
তোমার টানে উদাসী মন
কামাগ্নি সুর বাজে।
বিষাদেরই নীল কষ্ট
হৃদ সাগরের মাঝে।
তোমার অপেক্ষায় এ জনমে
থাকবো ঠাঁই দাড়িয়ে,
কখনো যদি আমার প্রণয়ে দাও সাড়া-
হাতটা দিও বাড়িয়ে।
তখন তোমায় নিয়ে স্বপ্ন সুখে
নাউ ভাসিয়ে হারাবো অচিন গাঙ্গে,
কল্পনাতে তোমায় ভেবে
হৃদয় পাজর ভাঙ্গে।
তোমার তরেই মোর প্রীতি
রবে চিরকাল।
খুঁজে যাব তোমায় আমি
হোকনা যতই মন্দ হাল।
তোমায় পেলে ধন্য হবো
লিখবো অমর প্রেমের ইতিহাস,
শুধু তোমার জন্য করি আমি
এই হৃদয়ে ভালবাসার চাষ।