ওমান প্রতিনিধিঃ আওয়ার কণ্ঠ ২৪. কম | ২৫ আগস্ট ২০১৮ | ১০:১৬ অপরাহ্ণ
আজব এক জেলখানার নাম প্রবাস, জেলারদের মতই বন্দী আছে দূর প্রবাসে, পার্থক্য শুধু জেলের আসামীদের কাজ নেই, ফ্যামিলির চিন্তা নেই, কারো মান অভিমান নেই, কিন্তু প্রবাসীদের দৈনিক ১২-১৩ ঘন্টা কাজ করতে হয়, রান্না-বান্না নিজেই করতে হয়, আছে পরিবারের টেনশন, আত্মীয় স্বজনদের দেনা-পাওনার মান অভিমান, সব মিলিয়ে এক আজব জেলখানার নাম প্রবাস,
এরই মধ্যে কেউ কেউ একটু অবসরে বিনোদনের জন্য এখানে ওখানে ছুটে যান প্রবাসীরা, মেতে ওঠেন বিভিন্ন আড্ডায়, নানান রকম খেলাদোলায়,
গতকাল ২৪/৮/১৮ শুক্রবারে ওমানের লাকজার পেট্রোল পাম্প এলাকায় অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার প্রবাসীদের মধ্যে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার শামিমের নেতৃত্বে মোকলেছ, জাহিদ ও ফেরদৌস সহ কয়েকজন অংশ নেন,
কুমিল্লার হয়ে হোসাইনের নেতৃত্বে সুমন সেন, হাসান, মোকাররম ও সাজ্জাদ সহ আরো কয়েকজন অংশ নেন,
কুমিল্লা এক গোল এবং ব্রাহ্মণবাড়িয়া দুই গোল দেয়, ১ গোল ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া বিজয় হয়, ৫০ ওমানী রিয়াল তথা বাংলার ১০ হাজারেরও বেশি টাকার বিজয়ী পুরুষ্কার লাভ করেন বিজয়ীরা।