• শিরোনাম


    ওমানে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার প্রবাসীদের ফুটবল ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া ২-১ গোলে বিজয়ী,

    ওমান প্রতিনিধিঃ আওয়ার কণ্ঠ ২৪. কম | ২৫ আগস্ট ২০১৮ | ১০:১৬ অপরাহ্ণ

    ওমানে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার প্রবাসীদের ফুটবল ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া ২-১ গোলে বিজয়ী,

    আজব এক জেলখানার নাম প্রবাস, জেলারদের মতই বন্দী আছে দূর প্রবাসে, পার্থক্য শুধু জেলের আসামীদের কাজ নেই, ফ্যামিলির চিন্তা নেই, কারো মান অভিমান নেই, কিন্তু প্রবাসীদের দৈনিক ১২-১৩ ঘন্টা কাজ করতে হয়, রান্না-বান্না নিজেই করতে হয়, আছে পরিবারের টেনশন, আত্মীয় স্বজনদের দেনা-পাওনার মান অভিমান, সব মিলিয়ে এক আজব জেলখানার নাম প্রবাস,

    এরই মধ্যে কেউ কেউ একটু অবসরে বিনোদনের জন্য এখানে ওখানে ছুটে যান প্রবাসীরা, মেতে ওঠেন বিভিন্ন আড্ডায়, নানান রকম খেলাদোলায়,received_474300236386186



    গতকাল ২৪/৮/১৮ শুক্রবারে ওমানের লাকজার পেট্রোল পাম্প এলাকায় অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার প্রবাসীদের মধ্যে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

    ব্রাহ্মণবাড়িয়ার শামিমের নেতৃত্বে মোকলেছ, জাহিদ ও ফেরদৌস সহ কয়েকজন অংশ নেন,
    কুমিল্লার হয়ে হোসাইনের নেতৃত্বে সুমন সেন, হাসান, মোকাররম ও সাজ্জাদ সহ আরো কয়েকজন অংশ নেন,

    কুমিল্লা এক গোল এবং ব্রাহ্মণবাড়িয়া দুই গোল দেয়, ১ গোল ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া বিজয় হয়, ৫০ ওমানী রিয়াল তথা বাংলার ১০ হাজারেরও বেশি টাকার বিজয়ী পুরুষ্কার লাভ করেন বিজয়ীরা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম