• শিরোনাম


    ওদের বিচার চাই (কবিতা)। কবি-আহমাদ মুস্তাকীম

    | ১৭ মার্চ ২০১৯ | ৪:৪৭ পূর্বাহ্ণ

    ওদের বিচার চাই (কবিতা)।  কবি-আহমাদ মুস্তাকীম

    মসজিদের ঐ ফ্লোরখানা
    রক্তে হলো লাল
    কী দোষ ছিলো আমার ভাইয়ের
    কেনো এমন হাল?

    আমরা নাকি জঙ্গিবাদি
    ওরা সাধুর বাল
    আসল কথা এসব হলো
    বস্তুবাদের চাল।



    বিশ্বটাকে অস্থিতিশীল
    করছে ওরা ভাই
    ওরাই শোষক আসল ঘাতক
    ওদের বিচার চাই।

    ঠান্ডা মাথায় ঝরালো তারা
    আমার ভাইয়ের খুন
    আমরা মুমিন বদলা নিবো
    বদলা কয়েক গুণ।

    আমরা কি ভাই দুধের শিশু
    বুদ্ধি বিবেকহীন
    রাত কে ওরা বলছে হা হা
    এখন হলো দিন।

    হামলাকারী পাগল ছিলো
    এমন কথা হাসির,
    মানবো না এ টালবাহানা
    দাবী জানাই ফাঁসির।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    মগের মুল্লুক (কবিতা)

    ১১ আগস্ট ২০১৮

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম