| ১৭ মার্চ ২০১৯ | ৪:৪৭ পূর্বাহ্ণ
মসজিদের ঐ ফ্লোরখানা
রক্তে হলো লাল
কী দোষ ছিলো আমার ভাইয়ের
কেনো এমন হাল?
আমরা নাকি জঙ্গিবাদি
ওরা সাধুর বাল
আসল কথা এসব হলো
বস্তুবাদের চাল।
বিশ্বটাকে অস্থিতিশীল
করছে ওরা ভাই
ওরাই শোষক আসল ঘাতক
ওদের বিচার চাই।
ঠান্ডা মাথায় ঝরালো তারা
আমার ভাইয়ের খুন
আমরা মুমিন বদলা নিবো
বদলা কয়েক গুণ।
আমরা কি ভাই দুধের শিশু
বুদ্ধি বিবেকহীন
রাত কে ওরা বলছে হা হা
এখন হলো দিন।
হামলাকারী পাগল ছিলো
এমন কথা হাসির,
মানবো না এ টালবাহানা
দাবী জানাই ফাঁসির।