| ০২ নভেম্বর ২০১৮ | ৬:০৬ পূর্বাহ্ণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যোগ দিতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই গাড়িতে যখন গণভবনে ঢুকলেন, তখন তাদেরকে অভ্যর্থনা জানালেন আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা।
এসময় অভ্যর্থনা জানিয়ে তাদেরকে গণভবনের ভেতরে নেওয়ার সময় আওয়ামী লীগের একজন নেতা মজা করেই বললেন, ‘ফখরুল সাহেব, কতদিন পর গণভবনে আসলেন। নিশ্চয়ই ভালো লাগছে?’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় নিজের স্বভাবসূলভ হাসি দিয়ে তাকে বললেন, ‘কতদিন পর এসেছি, সেটা তো আপনি জানেন-ই। এক যুগ পরে এসেছি গণভবনে। সেই ২০০৬ এর অক্টোবরের পর, ২০১৮ সালের অক্টোবর গতকালই শেষ হলো।
তবে এক যুগ পর গণভবনে গণভবনে যেহেতু এসেছি, ক্ষমতায়ও আসবো ইনশাআল্লাহ। শুধু একবার আপনাদের নেত্রীকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বলেন, তারপরই নিরিবিল হিসাব করতে পারবেন কত বছর পর গণভবনে এলাম।