| ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১১:০২ পূর্বাহ্ণ
একুশ তুমি রক্তে ভেজা
আমার ভাইয়ের গায়ে,
একুশ তুমি কান্নায় ভেজা
মায়ের আঁচলের ছায়ে।
একুশ তুমি লক্ষো শহিদের
মনে প্রানের চাওয়া,
একুশ তুমি ভাষার জন্যে
জীবন বিলিয়ে দেওয়া।
একুশ তুমি বজ্রকন্ঠের
বাংলা গানের সুর,
একুশ তুমি শন্তি জোগাও
ভাষাও বহু দূর।
একুশ তুমি হাসতে শেখালে
শেখালে বাংলায় কথা,
একুশ তুমায় ভুলিতে পারিনা
আছো হৃদয়ে গাঁথা।
একুশ তুমি বুঝতে শিখালে
বাংলা সাহিত্যের স্বাদ,
একুশ তুমি চেতনাতে মিশে
ভেঙেছো শত বাঁধ।
একুশ তুমি ছোট্ট সোনার
ঘুম পাড়ানো গান,
একুশ তুমি নব জীবনে
পথ করছো দান।
প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে
তোমায় স্মরণ করি,
তুমি আছো তুমি রবে
বাঙালীর হৃদয়ে জুড়ি।