লেখকঃ আমিরুল ইসলাম | ১৮ অক্টোবর ২০১৮ | ৪:৩২ পূর্বাহ্ণ
আগামী বাংলাদেশের কর্ণধার হবে এখনকার তরুণ সমাজ। নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে তারাই। বর্তমান শাসকদের কাজকর্ম দেখে তারা অনুপ্রাণিত হবে, এটাই স্বাভাবিক।
এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেসব রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে, তাদের কাছে তরুণদের দাবিগুলো হচ্ছে-
১. কুসংস্কারমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করা।
২. ওয়ার্ডভিত্তিক পাঠাগার স্থাপন করা।
৩. শিক্ষা-বাণিজ্য কঠোর হস্তে দমন করা।
৪. নারী স্বাধীনতা নিশ্চিত করা।
৫. সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।
৬. গণমাধ্যমের উপর হস্তক্ষেপ বন্ধ করা।
৭. অনাচার ও দুর্নীতি রোধ করা।
৮. জনগণের মৌলিক অধিকারের সুরক্ষা।
৯. গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।
১০. জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সুযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা ইত্যাদি।
নির্বাচনী ইশতেহারে তরুণদের এসব দাবি সন্নিবেশিত হলে ওই রাজনৈতিক দল সবচেয়ে বেশি জনপ্রিয় হবে। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। দেশের শাসনভার যোগ্য ও সঠিক জনপ্রতিনিধিদের হাতে ন্যস্ত হওয়ায় বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে।
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |