| ২৩ ডিসেম্বর ২০১৮ | ৯:৩৬ অপরাহ্ণ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আখাউড়ায় আগামীকাল সোমবার সকাল থেকে দায়িত্ব পালনে নামছে সেনাবাহিনী। আজ রোববার বিকালে আখাউড়া উপজেলা পরিষদের অস্থায়ি ক্যাম্পে সেনাবাহিনীর একটি টিম এসেছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী আখাউড়া উপজেলায় দায়িত্ব পালন করবেন বলে জানাগেছে।
আরো জানাগেছে, সেনাবাহিনী আগামীকাল সোমবার ২৪ ডিসেম্বর থেকে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবেন। আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তন তাদের অস্থায়ী ক্যাম্প হিসাবে ব্যবহার হচ্ছে।
সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে নির্বাচন কমিশনের কাজে যাবতীয় সহায়তা দেবে সেনাবাহিনীর সদস্যরা। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা বা নির্দেশক্রমে গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজেও ব্যবহার হবে সেনাবাহিনীর সদস্যরা।’