কে.এম.সুহেল আহমদ,কাতার থেকেঃ | ০৫ মার্চ ২০১৯ | ১২:২৫ অপরাহ্ণ
“নুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছে
আম বাগিচার তলায় যেন তারা হেসেছে।
রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেছ ধুম,
বোশেখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম।
বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে,
বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে।
বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে,
ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে।”
জনৈক কবির কবিতায় বনভোজনে মিলেছে কটি মেয়ে আর মধ্য প্রাচ্যের একমাত্র ধনী দেশ কাতারে বনভোজনে মিলেছে প্রায় দুই শতাধিক রেমিটেন্সযোদ্ধা।
বাগেরহাট জেলার প্রাণের সংগঠন ‘ বাগেরহাট অ্যাসোসিয়েশন কাতার ‘ আয়োজন করেছে এ বনভোজন।
আরব্য উপসাগরের কূল ঘেষে গঠিত কাতার’র নান্দনিক ওয়াকরা সমুদ্র সৈকতে বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন তারা।
১লা মার্চ( শুক্রবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীনভাবে ভাবে চলে তাদের বনভোজন।
বিভিন্ন মনোমুগ্ধকর আয়োজনে খেলাধুলার মধ্যে ছিল হাঁড়িভাঙা, বাস্কেটবল, মোরগ লড়াই, উচ্চ লম্ফ ১০০মিটিার দৌড় ও ফুটবল প্রতিযোগিতা। বিবাহিত ও অবিবাহিত দুই দলের মধ্যে প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় অবিবাহিত একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণপূর্ব আলোচনা সভা করেন আরিফ বিল্লাহ তালুকদার।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়শনের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক।কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ.এম. হাফিজুর রহমান আলীম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু তালুকদার,সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বিশ্বাসকোষাধ্যক্ষ মোহাম্মদ কবির হাওলাদার ও সহ-কোষাধ্যক্ষ হাফেজ আবু নাঈম।ইসলামী ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে দিনব্যাপী বনভোজনের পরিসমাপ্তি ঘটে।
এ যেন নতুন কোনো শহরে একাকী ঘুম থেকে জাগা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আনন্দের অনুভূতি।