• শিরোনাম


    একমাত্র ইসলাম ই নারীদের যথার্থ সম্মান ও মর্যাদা নিশ্চিত করেছে। মুফতী এনামুল হাসান

    মুফতী মোহাম্মদ এনামুল হাসান | ০৩ সেপ্টেম্বর ২০১৮ | ৫:১৯ পূর্বাহ্ণ

    একমাত্র ইসলাম ই নারীদের যথার্থ  সম্মান ও মর্যাদা নিশ্চিত করেছে।  মুফতী এনামুল হাসান

    ইসলাম ধর্ম ই সর্বপ্রথম এই পৃথিবীর বুকে নারী জাতীর প্রতি সম্মান প্রদর্শন করে নারী নির্যাতনকারীদের জঘন্যতম অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে ।
    ইসলাম ধর্ম আগমনের পূর্বে পৃথিবীতে নারীসমাজের সম্মান ও সামাজিক মর্যাদা বলতে কিছু ই ছিলনা।

    তৎকালীন যুগে কন্যাসন্তান ভূমিষ্ঠ হলে মাতাপিতার মুখ কালোমুখ হয়ে যেতো। সদ্যজাত শিশুকে জীবন্ত পুতে ফেলা হতো মাটিচাপা দিয়ে। তাদের মানুষ হিসেবে গণ্য করা হতোনা ।বেচে থাকার কোন অধিকার নারীদের ছিলোনা। ব্যাবহার হতো দাসী ও ভোগের পন্য হিসেবে।



    একমাত্র ইসলাম ধর্ম ই সর্বপ্রথম নারীদের যথার্থ সম্মান,মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। নারীদের মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি জীবনের সকল স্থরে নারীদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেছে শুধুমাত্র ইসলাম।

    সম্প্রতি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনা চরম আকার ধারণ করেছে।

    দিনদিন বৃদ্ধি পাচ্ছে নারী নির্যাতন ও ধর্ষনের মতো জঘন্য কর্মকাণ্ড। যা অতীত ইতিহাসকে হার মানিয়েছে।

    কিন্তু আজ একশ্রেণীর জ্ঞানপাপী উচ্চ শিক্ষায় শিক্ষিত বলে যারা নিজেদের দাবি করে ইসলাম সম্পর্কে তারা জনমনে ভুল বার্তা দিয়ে যাচ্ছে একের পরএক।
    নারী অধিকারের কথা বলে নারীদের ইসলামের বিরুদ্ধে দাড় করানোর একধরণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    যারা আজ নারী অধিকারের কথা বলে, ইসলামকে নারী বিদ্ধেষী হিসেবে অপপ্রচার করে যাচ্ছে তারা কি এমন একটি প্রমাণ দিতে পারবে যে, যারা পরিপূর্ণভাবে ইসলাম অনুসরণ করে কিংবা ইসলামের ধারক বাহক তাদের দ্বারা দেশে একটি ও কি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে?একজন আলেম কিংবা মাদ্রাসা ছাত্রের দ্বারা ধর্ষন, নারী পাচার, যৌতুকের জ্ন্য নারী নির্যাতনের ঘটনা দেশে কি একটি ও ঘটেছে? তারপর ও কেন ইসলামকে নারী বিদ্ধেষী হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস?

    ইসলাম যেহেতু নারীদের যথার্থ সম্মান দিয়েছে, নারীদের অধিকার সুরক্ষিত রেখেছে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করেছে তাই ইসলামকে বাদ দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়।

    বরং নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হলে ইসলামী আদর্শকে সকল স্থরে লালন ও পালন করতে হবে।শুধু নারী অধিকারের স্লোগান দিয়ে নারী।
    উন্নয়ন সম্ভব নয়।

    লেখক
    মুফতী মোহাম্মদ এনামুল হাসান
    সাংগঠনিক সম্পাদক
    ইসলামী ঐক্যজোট
    ব্রাক্ষণবাড়ীয়া জেলা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    নিয়ত অনুসারে নিয়তি ও পরিনতি

    ২১ সেপ্টেম্বর ২০১৯

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম