মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রতিনিধি,নোয়াখালী। | ০৩ মে ২০২০ | ২:৩৯ পূর্বাহ্ণ
রাতের আঁধারে শতাধিক পরিবারের মাঝে রামাদান উপলক্ষে বাড়ি বাড়ি ইফতার সামগ্রি পৌঁচে দিয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন একতা সংঘ।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে সংগঠনের সদস্যদের সহায়তায় বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দেন একতা সংঘ। এ কাজে অন্যান্য সদস্যের মধ্যে সার্বিক সহযোগীতা করেন একতা সংঘের সাধারণ সম্পাদক ইমাম রাজু,সাংগঠনিক সম্পাদক আসিম চৌধুরী, সহ-সভাপতি ফুয়াদ হৃদয়, সাগর,তথ্যপ্রযুক্তি সম্পাদক জাহিদ রাজু, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক শাওন সিদ্দিক।
এছাড়াও আরো সহযোগীতা করেন, হেলাল সাইফুল,ইলিয়াস,রিয়াদ,বাদশা,রিয়াজ,সাইমনসহ আরো অনেকে। তারা শুক্রবার ইফতার পরবর্তী সময়ে এ কার্য্যক্রম শুরু করেন। সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্ঠায় দ্রুত ইফতার সামগ্রী বিতরণের কার্য্যক্রম শেষ করে।
এসময় তারা জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরে ৭৮টি পরিবারের মধ্যে ২৪ পরিবারে ২০কেজি চাল,২কেজি ছোলা,২কেজি পেয়াজ,২কেজি ডাল,১লিটার তৈল, ৫কেজি আলু, ১কেজি মুড়ি, ১কেজি ৫০০গ্রাম খেজুর এবং বাকি পরিবারে ১০কেজি চাল, ২কেজি ছোলা, ২কেজি ডাল, ২কেজি পেঁয়াজ, ১লিটার তৈল, ৫কেজি আলু ,কেজি মুড়ি,৫০০গ্রাম খেজুর বিতরণ করেন।
সাংগঠনিক সম্পাদক আসিম চৌধুরী নোয়াখালী আমাদের বলেন, ইসলামের ২য় খলিফা হযরত ওমর রা. এর আদর্শ সরুপ রাতের আঁধারে একতা সংঘের এ উদ্ধ্যোগ। তিনি আরো জানান, ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আরো বৃহৎ রয়েছে।
এদিকে ইফতার সামগ্রী বিতরণে এবং এর অর্থায়নসহ সংশ্লীষ্ট সকলকে একতা সংঘ আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংঘের সাথে সমাজ উন্নয়ন,রাষ্ট্র এবং মানবিক প্রয়োজনে সকলকে একাত্বতা পোষণের আহবান করেছেন তারা।