• শিরোনাম


    একটি নিরব কান্নার রাত ও প্রিয় রাহবারের শেষ বিদায় –আল্লামা মামুনুল হক

    | ১৯ অক্টোবর ২০১৮ | ৫:২৩ অপরাহ্ণ

    একটি নিরব কান্নার রাত ও  প্রিয় রাহবারের শেষ বিদায় –আল্লামা মামুনুল হক

    চোখে রাজ্যের ঘুম নিয়েই বিছানায় এলিয়ে দিয়েছিলাম ক্লান্ত শরীরটা ৷ স্বাভাবিকভাবেই গভীর ঘুমে বিভোর থাকার কথা ৷ কিন্তু কিছুক্ষণ পরপরই ঘুম ভেঙ্গে যাচ্ছিল ৷ বিছানায় এপাশ ওপাশ ফিরে ঘুমানোর চেষ্টা করেও যখন সফল হতে পারলাম না, বিছানাই পরিবর্তন করলাম ৷ আহলিয়া মোহতারামা আমার অস্থিরতা দেখে এসি ছেড়ে গায়ে কাথা জড়িয়ে দিল ৷ কিছুতেই কিছু হল না ৷ আধো ঘুম আধো জাগরণের মধ্য দিয়ে বয়ে চলল সময় ৷ রহস্যময় এই অস্থিরতা আসলে ভিন্ন কিছুর ইঙ্গীত বহন করছিল ৷

    ঘরির কাটায় তখন রাত দুটো ছুঁই ছুঁই করছিল ৷ অজানা কারণেই আবার চোখ খুলে গেল ৷ আহলিয়া জানালেন, সিলেটের প্রিন্সিপাল সাহেব ইন্তেকাল করেছেন ৷ আপনার ফোনে না পেয়ে শরীফ আমার ফোনে কল করে সংবাদ জানাল ৷ সংবাদটা আমার সারা শরীরে বিদ্যুতের মত ঝাকুনি দিয়ে দিল ৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ূন পড়তে পড়তে ধড়ফরিয়ে উঠে বসলাম ৷ কিছুক্ষণের মধ্যে পরিচিত অনেকের ফোনকল বাজল আমার মোবাইলে ৷ একই সংবাদ ৷ চোখ রাখলাম ফেইসবুকের ওয়ালে ৷ প্রিন্সিপাল সাহেব হুজুরের ইন্তেকালের শোক সংবাদে ভরে গেছে পুরো ফেইসবুকপাতা ৷ জানাযার সময়ও অবগত হলাম বিকাল ৩ টা ৩০ মিনিট ৷ জানাযায় শরীক হয়ে প্রিয় রাহবারের প্রতি সর্বশেষ শ্রদ্ধাটুকু নিবেদনের বাসনা জেগে উঠল মনে ৷ জুমার দায়িত্ব ও সন্ধায় হযরত জুনায়েদ বাবুনগরীর সাথে মাহফিলের প্রোগ্রাম প্রিয় ছাত্র রিজওয়ান রফিকীর মাদরাসায় ৷ ফ্লাইটের সিডিউল দেখে কিছুটা সংশয়েই পড়ে গিয়েছিলাম ৷ জানাযা শেষে ঢাকায় ফিরে মাহফিলে শরীক হতে সমস্যায় পড়তে হবে ৷



    কিন্তু হযরত প্রিন্সিপাল সাহেবের দরদমাখা মুখচ্ছবিটা মানসপটে ভেসে উঠতেই আমি অস্থির হয়ে উঠি ৷ আব্বাজান হযরত শায়খুল হাদীস রাহিমাহুল্লাহর পরই আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রেরণা ও আদর্শ প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়াহ ৷ সেই পরম প্রিয় আমীর ও রাহবারের জানাযায় শরীক হব না, এটা কোনোভাবেই মেনে নিতে পারল না আমার শোকাহত মন ৷ ছুটে চললাম বিমানবন্দরের দিকে…

    আল্লাহর মেহেরবানী, নিরাপদে প্রিন্সিপাল হযরতের শহর সিলেটে পৌছে এখন আলিয়া মাগরাসা ময়দানের পথে…

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম