ডা.এম এ মাজেদ চট্টগ্রাম থেকে | ০১ ডিসেম্বর ২০১৮ | ৪:২৪ পূর্বাহ্ণ
গতকাল শুক্রবার চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে বাহোপ চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন বাহোপ সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. সি এস দাশ। অন্যতম বিশেষ অতিথি ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলা প্রধান উপদেষ্টা আলহাজ ডা. সালেহ আহমেদ সুলেমান।
‘একক ওষুধ নির্বাচন ও ব্যস্থাপত্র প্রদান কৌশল’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অন্জন কুমার দাশ।
বাহোপ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাহোপ মহানগর সভাপতি ডা. মৃদুল কান্তি দে,জেলা সহসভাপতি ডা আবদুর রহমান, আলহাজ ডা. এস এম সালেহ জাহাংগীর, ডা. এস এম রবিউল, হোসাইন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা,ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ,লায়ন ডা. প্রনব বিশ্বাস, ডা. এম এ গনি, অধ্যক্ষ ডা. সুজিত ঘোষ,ডা. এম এ বশার, ডা. মন্জুর চৌ, ডা. বাদল চৌ,,ডা. এম এ ফজল।
প্রবন্ধের উপর আরো আলোচনায় অংশ নেন ডা. মোহাম্মদ মহসিন, ডা. রতন কুমার বনিক,ডা. ইয়াদুল রিফাত,ডা. এহতেশামুল হুদা, ডা. জামাল উদ্দিন, ডা. অহিদ মোহাম্মদ আবদুল্লাহ, ডা লুৎফুননেসা প্রমুখ।