• শিরোনাম


    এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমকে ইউবিএম গ্রুপের সংবর্ধনা

    নেয়ামত উল‍্যাহ তারিফ:বিশেষ প্রতিনিধি | ০২ জানুয়ারি ২০২৩ | ৯:৪২ পূর্বাহ্ণ

    এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমকে ইউবিএম গ্রুপের সংবর্ধনা

    ড. মুহাম্মদ শহীদুল্লাহ যথার্থ বলেছেন, “যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না”। এর আরেকটি অর্থ দাঁড়ায় যে দেশে কিংবা অঞ্চলে গুণীর সমাদর রয়েছে সেথায় গুণীজনের জন্ম হয়। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের মানুষ গুণী ব্যক্তিদের সম্মান দিতে জানেন বলেই এথায় জন্মেছেন বেশ কয়েকজন কীর্তিমান মানুষ। তাদেরই অন্যতম উক্ত উপজেলার নক্ষত্র তুল্য মানব অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। মানুষটি নোয়াখালী জেলা আওয়ামী লীগ এর সভাপতি নির্বাচিত হওয়ায় ইউবিএম গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সোহাগ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক সংবর্ধনা প্রদান করেন।

    সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ছমিরহাট বাজার সংলগ্ন কাসেম নিবাসে ০১ জানুয়ারি এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থীত ছিলেন, মোজাম্মেল হোসেন মুজাম (সাবেক ইউপি চেয়ারম্যান: ২নং চরবাটা), ওমর ফারুক বিপ্লব (রাজনৈতিক), মহিব উল্যাহ মধু (রাজনৈতিক), কামরুল হাসান টুটুল (রাজনৈতিক) এছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।



    এ সময় কাসেম নিবাসে বসে গণমানুষের নেতা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নেন এবং নানাবিধ সামাজিক কাজের প্রতিশ্রুতি প্রদান করেন।

    উপস্থীত সংবাদকর্মীদের সাথে আলাপচারিতায় ইউবিএম গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সোহাগ বলেন, আমি ব্যক্তিগত ভাবে কোন রাজনীতি করি না। তবে আমার সুবর্ণচরের মানুষের সাফল্যে গর্বে আমার মনটি ভরে, প্রাণটি জুড়ে। আমাদের সুবর্ণচরের অভিভাবক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম এর রাজনৈতিক সাফল্যকে আমাদের উপজেলাবাসীর গৌরব মনে করি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম