কবিঃ এম.ডি সালাহ্উদ্দিন | ২৫ সেপ্টেম্বর ২০১৮ | ৪:৩৫ পূর্বাহ্ণ
বলছিলাম কি দাদা
মিষ্টি কথা যেমন বলেন,
মন কি তেমন সাদা?
হতো যদি তাই
তবে কেন দলাদলি,
মিল মোহাব্বাত নাই?
এই যে দেশের হাল
আজকে আমরা কেউ জানিনা,
কি ঘটিবে কাল?
কেউ কি আছে সুখে?
সবার বুকেই জ্বলছে আগুন
মরছে ধোঁকে ধোঁকে।
কি লিখিবো আর?
জগতজুড়ে মানব মনে
দেখছি হাহাকার।
শাসন করেন যারা
ন্যায়ের পথে আছেন সবাই,
বলতে পারেন তারা?
এই হলে কি চলে?
এরই নাম রাষ্ট্র শাসন
কোন পাগলে বলে?