• শিরোনাম


    উগান্ডায় ভয়াবহ ভূমিধ্বসে নিহত ৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ।

    | ১৩ অক্টোবর ২০১৮ | ৫:৩৬ পূর্বাহ্ণ

    উগান্ডায় ভয়াবহ ভূমিধ্বসে নিহত ৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ।

    পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বুদুদা জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। দেশটিতে গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের ফলেই ভূমিধসের ঘটনা ঘটছে বলে জানিয়েছে উগান্ডা রেডক্রস। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
    বৃহস্পতিবার উগান্ডা রেডক্রসের মুখপাত্র ইরিনি নাকাশিতা এক বিবৃতিতে বলেন, ‘ভূমিধসে নিহতের সঠিক সংখ্যাটা আমরা জানিনা। তবে প্রাথমিক প্রতিবেদন বলছে, অন্তত সাতজন নিহত হয়েছে। এ সংখ্যা আ বলে জানান তিনি।’
    তিনি আরও বলেন, ভূমিধসের পর স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। পুরো জেলায় এখনও প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। এ ধরণের ভূমিধসের ঘটনা আরও ঘটতে পারে। আসন্ন বিপদ থেকে বাঁচাতে ওই এলাকার মানুষদের পাশ্ববর্তী জেলাগুলোতে সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে সরকার।
    কেনিয়া সীমান্ত সংলগ্ন এ জেলাটিতে নিয়মিত ভূমিধসের ঘটনা ঘটে। ২০১০ এবং ২০১২ সালে দুটি ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১০০ জন মানুষ নিহত হন। এছাড়াও ব্যাপক ওই ভূমিধসের কারণে জেলাটির তিনটি গ্রাম বিলীন হয়ে যায়।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম