নেয়ামত উল্যাহ তারিফ: | ২২ এপ্রিল ২০২২ | ১০:০৮ পূর্বাহ্ণ
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে কেনাকাটা। আর যাদের সামর্থ্য নেই, তাদের কাছে ঈদ যেন নিরানন্দের বার্তা।
এমন অসহায় দরিদ্র, এতিম, ভাসমান পথশিশু ও প্রতিবন্ধীদের ঈদ উপহার দেওয়া সামর্থ্যবানদের দায়িত্ব ও কর্তব্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী নজরুল ইসলাম।
তিনি বলেন, দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন জামা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করার মাধ্যমে সুখ ভাগ করতে পারলে সামর্থ্যবানদের হৃদয়ে সত্যিকারের আনন্দ জাগ্রত হবে।
এক প্রশ্নের উত্তরে কাজী নজরুল ইসলাম বলেন, অল্প কিছু টাকা যোগাড় করে কোনো রকমে যাদের পরিবার চলে। অর্থশালীদের উচিৎ ক্ষণিক সময়ের জন্য হলেও তাদের পরিবারে আনন্দ ছড়িয়ে দেওয়া।
তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তাই তাদের কল্যাণার্থে ও সুস্থ মানসিকতার বিকাশে সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। এতিম- অসহায় ও দরিদ্র পিতার সন্তানদের ঈদের আগে নতুন, ভালো এবং উন্নতমানের জামা কাপড় দিয়ে খুশি করা প্রত্যেক অর্থশালীর দায়িত্ব এবং কর্তব্য।