| ০১ নভেম্বর ২০১৮ | ৫:২৯ পূর্বাহ্ণ
এ যেন মায়ের ভালবাসার কাছে যমদূতেরও আত্মসমর্পণ! রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত হওয়া বিমানের ১৮৯ যাত্রীর মধ্যে অলৌকিকভাবে এক শিশু বেচে যাবার ছবি অনলাইনে ভাইরাল হয়েছে।
আল্লাহু আকবার কাবিরা….সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আছিলা। মনে হচ্ছে শিশুটির “মা” আজরাইলের সাক্ষাৎ দর্শন পেয়ে ও নিজের বাচ্চা কে লাইফ জ্যাকেট বক্সে রেখে আল্লাহর হাতে সোপর্দ করে গেছেন।
আর তাইত মহান আল্লাহ পাক এ ভয়াবহ বিধ্বস্তায় ১৮৯ জন কে মৃত্যু দিলে ও একটি মাত্র নিষ্পাপ শিশুকে বাঁচিয়ে দিয়ে সন্তানের প্রতি মায়ের ভালোবাসার জ্বলন্ত প্রমাণ বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন।
এরপরও কি আমাদের চোখ খুলবে না?
মহান আল্লাহ পাক দূর্ঘটনায় নিহত সবাইকে মাফ করুন, আমীন।