মুফতী মোহাম্মদ এনামুল হাসান, প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা | ০৪ এপ্রিল ২০২০ | ৫:১৯ অপরাহ্ণ
ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে আজ শনিবার অসহায় নিন্ম আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রাথমিক পর্যায়ে আজ ব্রাক্ষণবাড়ীয়ায় অসহায় নিন্ম আয়ের ১২০ পরিবারের মাঝে হিসেবে চাউল, ডাউল,পেয়াজ,লবণ তৈল খাদ্যসামগ্রী হিসেবে বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ঐক্যজোটের অন্যতম উপদেষ্টা মাওলানা আলী আযম, জেলা সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী, যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ইউসুফ ভূইয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ ইয়াকুবি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ কাওসার মোল্লা, কাজী জাকির হোসেন, অর্থ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসাইন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আল আমিন শাহীন মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাইল ভূইয়া, সদর উপজেলা ইসলামী ঐক্যজোট সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ সকলকে করোনাভাইরাস পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার, দোয়া কান্নাকাটি করার পাশাপাশি সাস্থ্যবিধি মেনে সচেতন হওয়ার আহবান জানান।
সমাজের বিত্তবানদের অসহায় নিন্ম আয়ের পরিবারের পাশে দাড়ানোর আহবান জানানো হয়।
খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া করা হয়।