| ১২ মে ২০২০ | ৫:৫১ পূর্বাহ্ণ
ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ হযরত মাওলানা আব্দুল লতিফ নেজামী রহঃ গতকাল সন্ধ্যা ৮ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কাতার ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি – হাফেজ গাজী তাকদির হোসাইন এর পক্ষ থেকে ঐক্যজোট চেয়ারম্যানের ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
আজ মঙ্গলবার এক বার্তা প্রেরণ এর মাধ্যমে এই সমবেদনা জানানো হয়, প্রেরিত বার্তায় তিনি বলেন, একজন অতিপ্রিয় আপনজনকে হারানোর মত গভীর বেদনা অনুভব করছি। তার ইন্তেকালে গোটা জাতি গভীরভাবে শোকে মুহ্যমান। ইসলামী রাজনীতিতে তার বলিষ্ঠ অবদানের জন্য জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন আমরা এই কামনাই করছি। তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত, অনুরক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি-আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
হযরতের নামাজে জানাযা আগামীকাল সকাল ১০ টায় নরসিংদীর শিবপুরের মুন্সেফের চর ইটাখোলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।