| ১৩ নভেম্বর ২০১৮ | ৪:২৮ পূর্বাহ্ণ
ইসলামী ঐক্যজোটের মনোনয়ন ফরম কিনেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাটি ও মানুষের নেতা, একাদশ জাতীয় নির্বাচনের আলোচিত প্রার্থী, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মেহেদী হাসান। আজ বিকাল ৫টায় লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এসে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মু. আবুল হাসিম, নবীনগর উপজেলা ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রচার সম্পাদক মাওলানা মাসুদুর রহমান খাঁন, নবীনগর উপজেলা ছাত্র খেলাফতের সভাপতি হা. রাকিবুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ শিহাব, প্রচার সম্পাদক জাকির হোসাইন, ছাত্রনেতা গোলাম রব্বানী, মু. রুহুল আমীন প্রমুখ।