রিপোর্ট: মুফতি মুহাম্মদ এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | ২৪ নভেম্বর ২০১৯ | ৯:৩৪ অপরাহ্ণ
ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের সাবেক সভাপতি, সরাইল উপজেলা ইসলামী ঐক্যজোটের সহ-সভাপতি ও এলাকার বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আওলাদ হোসেন এর জানাযা আজ রবিবার বাদ যোহর বেড়তলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাযার নামাজে আল্লামা মনিরুজ্জামান সিরাজী,আল্লামা সাজিদুর রহমান, মুফতী মুবারক উল্লাহ, আল্লামা যোবায়ের আহমদ আনসারী,মাওলানা আলী আযম, জেলা ইসলামী ঐক্যজোট সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস, জেলা সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, যুগ্ম সম্পাদক মাওলানা ইউসুফ ভূইয়া, সরাইল উপজেলা সাধারণ সম্পাদক হাজী ইসহাক, আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাসমতুল্লাহ,মরহুমের সন্তান জেলা ইসলামী ঐক্যজোটের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোবারক হোসেন, জেলা যুব বিষয়ক সম্পাদক আল আমিন শাহীন মোল্লা, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃফারুক মিয়া,জেলা ছাত্র খেলাফত সাধারণ সম্পাদক মাওলানা এরশাদুল্লাহ কাসেমী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযা শেষে বেড়তলা কবরস্থানে মরহুম আওলাদ হোসেনকে দাফন করা হয়।