• শিরোনাম


    ইরাকে নামাজের পর মসজিদে ব্যায়াম চালু

    | ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:২৮ অপরাহ্ণ

    ইরাকে নামাজের পর মসজিদে ব্যায়াম চালু

    ‘শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম’ মহানবীর (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ হাদীছ শরীফের অনুসরণে নামাজের পরে ব্যায়াম শুরু করেছে ইরাকের একটি মসজিদের মুসল্লিরা।

    দেহের শক্তি যোগাতে ও ফিটনেস ঠিক রাখতে তথা মুসল্লিদের নিজ স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে উৎসাহ দিতে জানুয়ারির শুরু থেকে সপ্তাহে দু’ দিন ফজরের নামাজের পরে, অভিনব ঐ ব্যায়াম চালু করেছেন ইরাকের উত্তরপূর্বাঞ্চলীয় জেলা হালবাজার বেহেশত মসজিদের ইমাম মাহরিবান হিমা সাঈদ।



    বেহেশত মসজিদের প্রবীণ মুসল্লি আহমদ রউফের মতে, এ যোগ-ব্যায়াম আমাদের শরীর চাঙা ও সতেজ করে তোলে। সপ্তাহের দু’দিন ফজরের নামাজে মসজিদে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

    অারেকজন মুসল্লি বলেন: আমাদের সঙ্গে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা নিয়ে খুব খুশি। সবাই এ কার্যক্রমের প্রশংসা করছে এবং এটি চালিয়ে যেতে চায়। মসজিদের ব্যতিক্রমী এ আয়োজন আমাদের শারীরিক ও মানসিক প্রফুল্লতা দিচ্ছে।

    ইমাম সাঈদের ব্যতিক্রমী এ উদ্যোগ হালবাজা ছাড়িয়ে গোটা ইরাকে প্রশংসিত হয়েছে। সূত্র: আনাদলু নিউজ এজেন্সি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম