| ০৮ আগস্ট ২০১৮ | ১০:৫৫ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ার লমবক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৫ জনে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ মন্ত্রণালয়।
দেশটির সংবাদ সংস্থা ‘অন্তারা’ জানায়, ভূমিকম্পে দেশটির উত্তরের দ্বীপ কয়াঙ্গনে সবচেয়ে বেশী লোক মারা গেছে। গত রবিবারের এ ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার লোক গুরুতর আহত হয়েছে। বাড়িহারা হয়েছে কমপক্ষে দেড় লাখের মত মানুষ।
দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানায়, ২০১০ সালের হিসেব অনুযায়ী জনপ্রিয় লমবক দ্বীপে কমপক্ষে ২ লাখ লোক বসবাস করে। শক্তিশালী ভূমিকম্পে দ্বীপটির ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
উল্লেখ্য, গত রবিবার ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লমবকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৯।
সূত্রঃ ইনসাফ ২৪