এস.এম অলিউল্লাহ, স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০২০ | ৯:৪০ অপরাহ্ণ
আন্তর্জাতিক খ্যাতিক সম্পন্ন মুফাসসিরে কোরআন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর দেশের নন্দিত ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী আজ সন্ধ্যা ৬.২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
সাংবাদিকদের কে এ সংবাদ নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
এর আগে ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর আবারো ওয়াজের ময়দানে দেখা খেছে এ প্রবীণ বক্তাকে। দেশের বিভিন্ন প্রান্তে কুরআনের কথা বলে গেছেন তিনি।
বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন সংবাদমাধ্যমকে জানান আগামীকাল সকাল ১০ ঘটিকায় মরহুমের নিজ প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।