কে.এম. সুহেল আহমদঃ | ২৫ ডিসেম্বর ২০১৮ | ৫:১৮ পূর্বাহ্ণ
সিলেট বিয়ানীবাজারের কৃতি সন্তান ইতালীর সান জুসেপ্পে ভেসোভিয়ানো, নাপলী নিবাসী সবার পরিচিত ফয়জুর রহমান (বড় ভাই) আর নেই।
তিনি ২৪ ডিসেম্বর(সোমবার) বিকেল ৫ টায় ইতালীর নলা হাসপাতালে ইন্তেকাল করেন।—ইন্না…… রাজিউন।
ইতালী প্রবাসী গোলাপগঞ্জের দেলোয়ার মুহাম্মদ মারফত জানা যায়, ২৩ ডিসেম্বর( রবিবার) সকাল ৯.৩০ মিনিটের সময় ফয়জুর হঠাৎ রাস্তায় পড়ে যান। তাৎক্ষনিক তাকে এম্বুলেন্স মাধ্যমে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পর যানা যায় তিনি ব্রেইন স্ট্রোক করেছিলেন।
মৃত্যু কালে উনার বয়স ছিল ৪৬ বছর ।
মৃত্যুকালে তিনি ইতালী নাপলী প্রবিন্সের সান জুসেপ্পে ভেসোভিয়ানো কমুনাধীন উনার স্ত্রী ও ছোট্ট ২ বছরের একটা মেয়ে ও দেশে আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। আমরা সকলে উনার রুহের মাগফেরাত কামনা তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করি । আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।