• শিরোনাম


    ইউনাইটেড মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    এম এ মাজেদ, বিশেষ প্রতিনিধি, আওয়ার কণ্ঠ | ০৮ এপ্রিল ২০১৯ | ১০:১৩ অপরাহ্ণ

    ইউনাইটেড মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    গত ০৬ এপ্রিল ২০১৯ শনিবার, বিকাল ৪ টায় রাজধানী ঢাকার ধানমন্ডি সাতাইশ নম্বর সড়কস্থ রাপা প্লাজা মিলনায়তনে ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের উলামা, দাওয়াহ ও শরীয়া বিষয়ক কমিটির উদ্যোগে মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা হাফেজ মুহিব্বুল্লাহিল বাকী নদভীর সভাপতিত্বে ও ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের উলামা, দাওয়াহ ও শরীয়া বিষয়ক কমিটির চেয়ারম্যান মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইউনাইটেড মুসলিম উম্মাহর প্রধান সমন্বয়কারী জনাব মজুমদার মুহাম্মাদ আমীন এবং প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ প্রেসিডেন্ট জনাব এম এ আউয়াল।বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রায় অর্ধশত স্বনামধন্য দক্ষ-বিজ্ঞ-অভিজ্ঞ, কীর্তিমান স্ব-স্ব-ক্ষেত্রে সফল, বিভিন্ন গৌরবজনক পেশার আমন্ত্রিত আলেম উলামাগণ। বক্তব্য রাখেন:
    মুফতী আখতারুজ্জামান, ইমাম ও খতীব: ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর জামে মসজিদ।
    হাফেজ মাওলানা ওয়ালীয়ুর রহমান খান আযহারী, মুহাদ্দিস: ইসলামিক ফাউন্ডেশন।
    হাফেজ মাওলানা আবু ইউসুফ, চেয়ারম্যান: পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশন।
    হাফেজ মাওলানা মাছরুল হক, নায়েবে মুহতামিম: জামিআ ইসলামিয়া লালমাটিয়া মাদরাসা, মুহাম্মাদপুর, ঢাকা।
    অধ্যাপক মাওলানা মুখতার আহমাদ, অধ্যাপক: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি।
    মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, পরিচালক: শরীয়া রিসারর্চ ইনস্টিটিউট বাংলাদেশ।
    মাওলানা সৈয়দ শামছুল হুদা, সম্পাদ: নূর বিডি ডট কম।
    মাওলানা মিরাজ রহমান, সম্পাদক: ইসলাম প্রতিদিন।
    মুফতী আবু সাঈদ মুহাম্মাদ জুবাইর, পরিচালক: আহনাফ মিডিয়া লিমিটেড।
    মাওলানা মুফতী আফজাল হুসাইন, চেয়ারম্যান: ক্যারিয়ার বাংলাদেশ ও মুহতামিম: জামিআ মুনাওয়ারা কামরাঙ্গিরচর, ঢাকা।
    অধ্যক্ষ মাওলানা সাঈদুর রহমান মুখলিসী, প্রিন্সিপাল: খিলক্ষেত ইসলামিয়া আলিয়া মাদরাসা।
    হাফেজ মাওলানা আতীকুর রহমান, ইমাম ও খতীব: গণভবন জামে মসজিদ, শেরেবাংলানগর, ঢাকা।
    মাওলানা মুহাম্মাদ সাইফুল কাবীর, ইমাম ও খতীব: বঙ্গভবন জামে মসজিদ, ঢাকা।
    মাওলানা রূহুল আমীন হেমায়েতী, অধ্যক্ষ: বাইতুশ শরীয়া জামে মসদি, মাতুয়াইল, ঢাকা। নায়েবে মুদীর: ছালেহিয়া দীনিয়া মাদরাসা, কোণাপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা।
    মাওলানা মুহাম্মাদ আমীন ইকবাল, ধর্মপাতা সম্পাদক: দৈনিক সময়ের আলো।
    জনাব সাঈদ রহমান, সহ-সম্পাদক: দৈনিক খোলা কাগজ।
    মাওলানা আবদুল গাফফার, সম্পাদ: পাক্ষিক সবার খবর।
    মাওলানা ইমরানুল বারী সিরাজী, ইমাম ও খতীব: পীর ইয়ামানী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।
    হাফেজ মাওলানা মুস্তাফীজুর রহমান, সহকারী পরিচালক: ইসলামিক ফাউন্ডেশন।
    মাওলানা মুহাম্মাদ নূরুদ্দীন, সহকারী পরিচালক: গবেষণা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন।
    মাওলানা শামছুদ্দীন কসেমী, ইমাম ও খতীব: পিসিকালচার হাউজিং জামে মসজিদ, শেখেরটেক, মুহাম্মাদপুর, ঢাকা।মাওলানা মুহাম্মাদ আবু বকর চাখারী, কাজী: ফার্মগেট, মতিঝিল, ঢাকা।
    মাওলানা মাসউদুর রহমান, ইমাম ও খতীব: মানিকনগর জামে মসজিদ, ঢাকা।
    মাওলানা মুফীজুল ইসলাম, প্রবীণ শিক্ষক: জামিআ রহমানিয়া আরাবিয়া সাতমসজিদ মাদরাসা, মুহাম্মাদপুর, ঢাকা।
    মাওলানা জাকির হুসাঈন, ধর্মীয় প্রশিক্ষক: ইমাম প্রশিক্ষণ একাডেমী, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, ঢাকা।
    মাওলানা মুহীয়ুদ্দীন গাজী, শিক্ষক: মণীপুরী হাইস্কুল, মিরপুর, ঢাকা।
    হাফেজ মাওলানা মুফতী আবদুস সালাম মুসাফির, পরিচালক: মারকাজুত তাহফীজ ইন্টারন্যাশনাল মাদরাসা, মিরপুর শাখা।
    মাওলানা মুহাম্মাদ হুমায়ূন কাবীর, শিক্ষা কর্মকর্তা, আধুনিক ভাষা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
    হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাফা, বিশিষ্ট ক্যালিগ্রাফার, পরিচালক: ঢাকা ক্যালিগ্রাফি সেন্টার।
    মুফতী মাওলানা মুহাম্মাদ ইছমাঈল, মুহতামিম: ফয়জুল উলূম মহিলা মাদরাসাহ, চাঁদ উদ্যান, মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭
    মাওলানা গোলাম মুস্তফা, শিক্ষক: নূরে মদীনাত মাদরাসা, রাজাবাজার, ঢাকা।
    মাওলানা মিজানুর রহমান, শিক্ষক: ধানমন্ডি সরকারী বালক উচ্চ বিদ্যালয়।
    মাওলানা হাবীবুর প্রমুখ।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম