• শিরোনাম


    আসুন! রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করি: মুফতী এনামুল হাসান।

    | ১১ মার্চ ২০১৯ | ৯:৫০ অপরাহ্ণ

    আসুন!  রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করি: মুফতী এনামুল হাসান।

    রজব মাস আরবি হিজরী সনের সপ্তম মাস। রজব মাস চারটি অতি সম্মানিত মাসের মধ্যে অন্যতম। রজব শব্দের অর্থ সম্মানিত। আরবরা জাহিলিয়াতের যুগে ও এ মাসকে সম্মান করত।এ মাসের গুরুত্ব এত বেশী যে এ মাসে কাফেরদের সাথে যুদ্ধ করা ও নিষেধ।
    আল্লাহতায়ালার বিশেষ অনুগ্রহ ও দয়ার মাস রজব মাস। মাহে রমজানের অতি নিকটবর্তী হওয়াতে রজব মাসের গুরুত্ব, ফযিলত অপরিসীম। এ মাসে ই বিশ্বনবী মোহাম্মদ ( সা:) মিরাজে গমন করে মহান রাব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হন।

    রজব মাসের এবাদত বন্দেগীর দ্বারা রমজান মাসের আগমনের অনুভূতি সৃষ্টি হয়। হজরত আবুবকর ( রা:) বলেন,রাসুল ( সা) এরশাদ করেছেন, বার মাসে এক বছর। তার মধ্যে চারটি মাস অতি সম্মানিত। যথা জিলক্বদ, জিলহজ্ব, মুহররম ও রজব মাস।



    রজব মাস থেকে ই রাসুল( সা:) রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। রাসুল( সা:) রজব মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে ই এই দোয়া বেশী করে পড়তেন, ” আল্লাহুম্মা বারিকলানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান “। অর্থাৎ হে আল্লাহ রজব আর শাবান মাসে আমাদের বরকত দান করুণ, এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দিন।

    হজরত আয়েশা ( রা:) বলেন, আমরা রাসুল( সা:) এর আমলের আধিক্যতা দেখে ই বুঝতে পারতাম রজব মাস কখন আসত।
    রাসুল( সা:) বলেছেন, আল্লাহতায়ালার নিকট রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস।রাসুল( সা:) আরো বলেছেন, রজব মাস আল্লাহতায়ালার মাস, শাবান মাস আমার মাস, এবং রমজান মাস আমার উম্মতের মাস।

    পবিত্র এই মাসে আমাদের ফরজ এবাদতের পাশাপাশি অধিক হারে এবাদত বন্দেগীতে মনোনিবেশ করতে হবে। সকল প্রকার গুনাহ ও পাপাচার থেকে তাওবা করে আসন্ন রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
    তাই আসুন! রজব মাসের ফযিলত ও বরকত লাভে ধন্য হয়ে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি।

    লেখক
    মুফতী মোহাম্মদ এনামুল হাসান
    যুগ্ম সম্পাদক:ইসলামী ঐক্যজোট,ব্রাহ্মণবাড়িয়া জেলা।
    জেলা প্রতিনিধি: আওয়ার কণ্ঠ টুয়েন্টি ফোর ডট কম

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম