কে.এম সুহেল আহমদঃ | ০২ অক্টোবর ২০১৮ | ১:০৮ পূর্বাহ্ণ
বিগত দিনের ইউনিয়ন নির্বাচনে প্রায় দুইবছর গত হতে চলল। আগামীতে নির্বাচন আসতে হাতে আছে তিন বছরের মত সময়। এ দীর্ঘ সময়ের ব্যবধানে এখন পর্যন্ত কোথা ও আগাম নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কেউই দাঁড়াননি।
এমতাবস্থায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৯ নং সুজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সুনাপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ঠ সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাতার প্রবাসী কামরুল বখ্ত আসন্ন ইউনিয়ন নির্বাচনে তার দলীয় ‘নৌকা’ প্রতীক নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে তার একটি বিশেষ বার্তায় জানিয়েছেন।
গরীব দুখী, মেহনতী মানুষের বন্ধু ‘ কামরুল বখত’
তার ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও ইউনিয়নবাসীর অভাব- অভিযোগ রক্ষার্থে সেবা করার লক্ষ্যে কাজ করতে তিনি বদ্ধ পরিকর।
‘ কামরুল বখত ‘ দেশে ও বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিয়োজিত রেখে আর্ত- মানবতার সেবা করে যাচ্ছেন বলে জানা যায়।
এছাড়া, তিনি ‘মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ পরিষদ কাতার’র’ আইন বিষয়ক সম্পাদক ও
মধ্যপ্রাচ্যের ‘মানবসেবা সোনাপুর প্রবাসী গ্রুপ’ এর সভাপতির দায়িত্বে থেকে জনসেবামূলক কাজ করে যাচ্ছেন।
তিনি সকলের দোয়াপ্রার্থী।