এস.এম অলিউল্লাহ, স্টাফ রিপোর্টার | ০৪ অক্টোবর ২০২০ | ৩:৪৬ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ আশুগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এসময় আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি উৎস ভূইয়া এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহীন এর সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মমিনুল হক রুবেল,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ আশিক অত্র উপজেলা শাখার সহ-সভাপতি-শাহরুখ খান লিটন,সাংগঠনিক সম্পাদক-লিটন মিয়া,ইমরান হোসাইন,জুনাঈদ ইসলাম,তারিফ হোসাইন,সুজন,সায়েদ আহমেদ সায়েম,জান্নাতুল ফেরদৌস,ইতি আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে ‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতির ১ লক্ষ গাছের চাঁরা বিতরণের যে কর্মসূচি অংশ নিয়েছেন সেই কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় ও বাজারে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে ফলজ, ওষুধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, এর আগে গত ৫ জুলাই থেকে ৩৯টি জেলায় ভ্রাম্যমাণ ৭৪ হাজার ৯০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। তিনি জানান, প্রতি বছরের মতো এবছরও ১ লাখ চারা বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।