নুরে আলম জাহাঙ্গীর, প্রধান সম্পাদকঃ আওয়ার কণ্ঠ | ০২ নভেম্বর ২০১৮ | ৫:৫৬ পূর্বাহ্ণ
ইসলামী আন্দোলনের বীর মুজাহিদ, সিলেটের কৃতি সন্তান, কাজীর বাজার মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, খেলাফত মজলিশের সম্মানিত আমীর আল্লামা হাবিবুর রহমান (রঃ), ভাটেরা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার স্বনামধন্য সুপার, দ্বীনের মুজাহিদ হযরত মাওলানা কাজী শাতির খান (রঃ) ও বাহরাইনে সিলেন্ডার বিস্ফোরণে বিল্ডিং ধ্বসে প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেছে উসমানী স্মৃতি পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি।
গতকাল বৃহস্পতিবার (১/১১/১৮) দোহার নিউ জামান রেস্টুরেন্টে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম রেজু ও সেলিম আহমেদের সঞ্চালনায় এবং রিয়াজ হাসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বদরুজ্জামান সজদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহান মিয়া, সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা নুরুল ইসলাম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হাসান, লোকমান সিদ্দিকী, আব্দুস শহিদ, তাজুল ওয়াহিদ, শোয়েব তালুকদার, মশাহিদ খান সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে সিলেটের দুই কৃতি সন্তানের কর্মমুখর জীবন থেকে একটু আধটু তুলে ধরেন এবং তাদের জীবনীকে অনুসরণ করে নিজের মধ্যে দেশ এবং মানবপ্রেম জাগ্রত করার উৎসাহ খুঁজেন।
হাফেজ কাউসার আহমেদের দুয়ার মাধ্যমে দেশ জাতীর শান্তি এবং মৃত আত্মীয় স্বজনের মাগফেরাত কামনা করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |