• শিরোনাম


    আল্লামা মামুনুল হক ও আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে নুজুম গ্রুপের সংবর্ধনা।

    | ২৩ মে ২০১৯ | ৫:৫২ অপরাহ্ণ

    আল্লামা মামুনুল হক ও আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে নুজুম গ্রুপের সংবর্ধনা।

    গতকাল রাত ১২.৩০ মিনিটে দোহাস্থ নুজুম অফিসে কাতারে সফররত আল্লামা মামুনুল হক ও আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংবর্ধনা প্রদান করেন কাতার প্রবাসী বাংলাদেশী উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত নুজুম গ্রুপ।

    নুজুম অফিসে পৌছলে মেহমানদেরকে উষ্ণ অভ্যার্থনার সাথে ফুল দিয়ে বরণ করে নেন নুজুম গ্রুপের পরিচালক ও সাধারণ সদস্যগণ।



    আল্লামা মামুনুল হক নুজুম গ্রুপের পরিচালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন নসিহত প্রদান করে বলেন যেটাতে বেশি লাভ কিন্তু বেশি ঝুকি প্রথম দিকে এমন ব্যবসাতে ইনভেস্ট না করাই ভালো। লাভ কম কিন্তু ঝুকিও কম এমন ব্যবসা দিয়ে আগে নিজেদের অবস্থান সংহত করেন এবং সততার সাথে ব্যবসা চালিয়ে যাবার আহবান জানান।

    আল্লামা খালেদ সাইফূল্লাহ আইয়ুবী বলেন নুজুম গ্রুপ ক্রমে উলামায়ে কেরামের একটি শক্তিশালী ব্যবসায়িতক ফ্ল্যাট ফরম হোক এই কামনা করি।

    সবশেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে সংবর্না অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম