| ২২ মার্চ ২০১৯ | ৬:৪৫ অপরাহ্ণ
পাকিস্তানে শায়খুল ইসলাম জাস্টিস আল্লামা তকি উসমানির ওপর হামলা চালানো হয়েছে। কে বা কারা তাঁর গাড়িতে গুলিবর্ষণ করে তাঁকে আহত করেছে। তবে তাঁর অবস্থা আশংকাজনক নয় বলে জানা গেছে।
আজ শুক্রবার করাচির গুলশানে ইকবাল এলাকায় এ ঘটনা ঘটে। এই সময় গাড়িতে আল্লামা তাকি উসমানি ও তাঁর স্ত্রী ছিলেন।
করাচির পুলিশ প্রধান ড. আমির আহমদ শেখ গুলিবর্ষণের এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কে বা কারা এর পেছনে জড়িত পুলিশ এখনও তা বলতে পারছে না।
দারুল উলুম করাচির সূত্রে পাকিস্তানের ডেইলি ডন বলছে, গুলিবর্ষণের ঘটনায় মাওলানা তাকি উসমানি আহত হয়েছেন। তবে তার অবস্থা আশংকাজনক নয়।