| ০১ জুলাই ২০১৮ | ৪:৩২ পূর্বাহ্ণ
হাটহাজারী মাদরাসার মুতাফাররকা বিভাগ থেকে কুদুরী পর্যন্ত ক্লাস সমূহের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নতুন সবক শুরু হয়েছে ৷
আজ শনিবার ৩০ শে জুন সকাল ১১ টায় জামিয়ার বায়তুল আতীক মসজিদে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী পাঠদান ও দুআর মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের সবকের শুভ উদ্বোধন করেন৷ এতে মুতাফাররকা থেকে কুদুরী পর্যন্ত সকল ছাত্র উপস্থিত ছিল৷
পাঠদানপূর্বে ছাত্রদের উদ্যেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী৷
তিনি বলেন,শিক্ষাগত যোগ্যতা ছাড়া একজন মানুষের কোন মূল্য নেই৷ ইসলামী শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা;এই শিক্ষা অর্জন করলে ইহকাল-পরকাল উভয় জাহানে সফলকাম হওয়া যাবে৷ তাই সময়ের সদ্ব্যবহার করে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে৷
হস্তলিপী সুন্দর করার প্রতি গুরুত্বারোপ করে আল্লামা শফী বলেন,আমাদের মধ্যে প্রচলিত হলো “পড়ালেখা;মূলত কথাটা হলো”লেখা-পড়া৷ আগে লেখা তারপর পড়া৷তাই হাতের লিখা সুন্দরের প্রতি আমাদের যত্নবান হতে হবে৷
তিনি আরো বলেন, ছাত্র তিন প্রকার। মেধাবী, মধ্যম ও দুর্বল। ক্লাসে যারা দুর্বল তাদের সবক শেখানোর দায়িত্ব মেধাবীদের উপর ন্যাস্ত করবে। সবাই যেন সবসময় সবকে উপস্থিত থাকে।
শায়খুল ইসলাম বলেন, তোমরা যে যে বিভাগে পড়, ঐ বিষয়ে কথা বলা শিখতে হবে। বাংলা, আরবী, ইংরেজি, উর্দু ইত্যাদি। এগুলো শেখার নিয়ম হচ্ছে, প্রথমে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের শব্দাবলী শিখে নিবে। তারপর খাদ্য-দ্রব্য ও আহার সংক্রান্ত বস্তুগুলো শিখে নিবে।
বিভাগগুলো দেখা-শুনা ও সার্বিক তদারকি করার জন্যে আটজন উস্তাদকে দায়িত্ব দিয়েছেন। তারমধ্যে রয়েছেন, মাওলানা মুহাম্মদ আনাস মাদানী, দু মুহাম্মদ, মুফতি রাশেদ, মুফতি আব্দুল হামিদ, মুফতি সাঈদ আহমদ, মাওলানা শফিক ও তরিকুল ইসলাম।
ছাত্রদের লেখা-পড়া’র মানোন্নয়নের লক্ষে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী৷
এ সময় উপস্থিত ছিলেন,জামিয়ার মুহাদ্দীস মাওলানা মুহাম্মাদ ওমর মেখলী, সহযোগী শিক্ষাপরিচালক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী,মুফতী আবু সাঈদ, মুফতী রাশেদ,মুফতী আব্দুল হামীদ প্রমূখ ৷