• শিরোনাম


    আলিম নেই যেই তাবলীগে সেই তাবলীগ অন্ধকার

    কে.এম. সুহেল আহমদ, কাতার থেকে | ০৩ ডিসেম্বর ২০১৮ | ১২:৪৮ অপরাহ্ণ

    আলিম নেই যেই তাবলীগে সেই তাবলীগ অন্ধকার

    তাবলীগ মূলত হচ্ছে ঈমানের মেহনত।আর এই মেহনত নবী- রাসূলগণ করেছেন এর ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম( রাঃ) গণ, তাবঈন – তাবে তাবঈনগণ, আইম্মায়ে মুজতাহিদীন গন, ঈমামগণ সহ সমস্থ উলামায়ে কেরামগণ যুগ যুগ ধরে করে আসছেন।
    শুধু তাই নয় ভারত উপমহাদেশের সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ যেখান থেকে হাজার হাজার হক্কানী উলামায়ে ক্বেরামগণ ও ক্বোরানে হাফেজ বেরিয়ে এসেছেন সেই মাদ্রাসা হল ” দারুল উলূম দেওবন্দ”।
    বর্তমান তাবলীগের প্রবর্তক মাওলানা হযরত ইলিয়াস (রঃ) সেই মাদ্রাসা থেকেই শিক্ষাজীবন শুরু এবং শেষ হয়। তার প্রচেষ্টায় নতুন ভাবে ঈমানের মেহনত উজ্জ্বীবিত হয়ে শত বছর অতিক্রম করে দাওয়াতে তাবলীগ নামে বিশ্বের আনাচে-কানাচে প্রচার আর প্রসার হতে হতে আজকের অবস্থানে পৌছেছে।
    তারই পেছনে যাদের আক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মহিমা চির ভাস্মর হয়ে আছে তারাই হলেন “উলামায়ে কেরাম”।
    অতীব দুঃখের বিষয় যে, ভাবতে অবাক লাগে আজ সেইসব উলামায়ে কেরামদের বিরুদ্ধবাদী হয়ে যারা ঈমানের মেহনতের নাম করে দাওয়াতে তাবলীগ প্রচার করতে চায় প্রকৃতপক্ষে তারা গোমরাহীর শিকলে আবদ্ধ।
    এদেরই আসল পরিচয় পাওয়া গিয়েছে সম্প্রতি ঘটে যাওয়া ইজতেমার টঙ্গীর ময়দানে আগত উলামায়েকেরাম ও তাবলিগী সাথী ভাইদের উপর উপর্যুপরি হিংসাত্বক আক্রমন।
    এসব আক্রমনকারী গোমরাহী সন্ত্রাসীদের চিনতে আর কারো অসুবিধে নেই। বর্তমানে তাদের মুখোশ উম্মোচন হয়ে গেছে।
    তাই এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
    একটি কথা শুধু মনে রাখা দরকার যে, উলামায়ে কেরামগণকে দূরে রেখে এমনকি তাদের কটাক্ষ ও বিরোধীতা করে তাবলীগের নামে মেহনত করবে তারা কখনো প্রকৃত তাবলীগওয়ালা নয়।
    তারা হলো ছদ্মবেশে ইসলাম ধ্বংসকারী দুশমন।
    “যেহতু উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে
    হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, العلماء ورثة الانبياء – উলামারা সকল নবীর ওয়ারিশ। ”
    আমার ওয়ারিশ বলেন নাই। সকল নবীদের ওয়ারিশ বলেছেন। আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিশ। তাদেরকে তুচ্ছ জ্ঞান করা যাবেনা।
    শুধু তাই নয়, এ ব্যাপারে
    “মহান আল্লাহ সুবহানাতা’লা বলেন, وَكُونُوا مَعَ الصَّادِقِينَ সাদেকীনদের সাথে থাক।”
    সাদেকীন কারা? হক্কানী উলামায়ে কেরাম, যারা সুন্নাতের উপর আমল করেন, তারাই সাদেকীন।

    অতএব, একথা পরিস্কার যে, উলামায়ে কেরামগণের বিরুধীতা করে বা তাদের ব্যাতীত ঈমানের মেহনতের নামে দাওয়াতে তাবলীগ প্রাচারকারীরা ভ্রান্ত ও ভূল আক্বীদায় পতিত।
    অর্থাৎ আলিম নেই যেই তাবলীগে সেই তাবলীগ অন্ধকার।



    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    নিয়ত অনুসারে নিয়তি ও পরিনতি

    ২১ সেপ্টেম্বর ২০১৯

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম