কামরুজ্জামান সোহেল | ২০ জুলাই ২০১৮ | ১২:১৩ অপরাহ্ণ
কৃষকের কান্না জমিতে তার খড়া
এসেছে বর্ষা নেই তার বৃষ্টি
শুকালো ধানের চারা।
কৃষাণ কান্দে কৃষাণী কান্দে
কান্দে তৃষিত ধরা,
বৃষ্টির জন্য সাবাই কান্দে
চাতক ও দিশে হারা।
মসজিদ মন্দিরে প্রার্থনা করেন
আছেন সাধক যারা,
বিধাতা তুমি ক্ষমা করো
মুক্ত করো ধরা।
বর্ষা কালে বৃষ্টি না হলে
শরৎ ফুটাবে না ফুল,
কুকিল ও বুঝি গাইবে না গান
গাইবে না বুলবুল।
গত বর্ষায় বানের জলে
প্রাণ নিয়েছে কেড়ে,
এবার বর্ষায় বৃষ্টি নেই
ক্ষড়ায় যাবে মেরে।
তাইতো বলি ও ভাই সকল
হাতে আছে কাজ,
সময় আছে সবাই মিলে
লাগাই চলো গাছ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |