• শিরোনাম


    আর্তনাদ (কবিতা)

    কামরুজ্জামান সোহেল | ২০ জুলাই ২০১৮ | ১২:১৩ অপরাহ্ণ

    আর্তনাদ (কবিতা)

    কৃষকের কান্না জমিতে তার খড়া
    এসেছে বর্ষা নেই তার বৃষ্টি
    শুকালো ধানের চারা।

    কৃষাণ কান্দে কৃষাণী কান্দে
    কান্দে তৃষিত ধরা,
    বৃষ্টির জন্য সাবাই কান্দে
    চাতক ও দিশে হারা।



    মসজিদ মন্দিরে প্রার্থনা করেন
    আছেন সাধক যারা,
    বিধাতা তুমি ক্ষমা করো
    মুক্ত করো ধরা।

    বর্ষা কালে বৃষ্টি না হলে
    শরৎ ফুটাবে না ফুল,
    কুকিল ও বুঝি গাইবে না গান
    গাইবে না বুলবুল।

    গত বর্ষায় বানের জলে
    প্রাণ নিয়েছে কেড়ে,
    এবার বর্ষায় বৃষ্টি নেই
    ক্ষড়ায় যাবে মেরে।

    তাইতো বলি ও ভাই সকল
    হাতে আছে কাজ,
    সময় আছে সবাই মিলে
    লাগাই চলো গাছ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    মগের মুল্লুক (কবিতা)

    ১১ আগস্ট ২০১৮

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম