• শিরোনাম


    আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের আনা মিয়ার লাশ দেশে প্রেরণ

    কে.এম.সুহেল আহমদঃ বিশেষ প্রতিনিধি, আওয়ার কণ্ঠ | ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:৫৩ অপরাহ্ণ

    আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের আনা মিয়ার লাশ দেশে প্রেরণ

    মধ্য প্রাচ্যের আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক মোঃ আনা মিয়ার(৪৫) লাশ দীর্ঘ প্রতীক্ষার সপ্তাহখানেক পর ২১ফেব্রুয়ারী( বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ১২ টার সময় দুবাই বিমানবন্দর থেকে বাংলাদেশে উদ্দেশ্যে প্রেরণ করা হবে।
    নিহত আনা মিয়ার প্রতিবেশী দুবাই প্রবাসী আব্দুল ওয়াহিদ মুঠো ফোনে এ কথা জানান।
    তিনি আরো জানান ২২ ফেব্রুয়ারী(শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ৮ ঘটিকায় লাশ তাঁর গ্রামের বাড়িতে পৌছবে।

    উল্লেখ্য যে, গত ১৫ ফেব্রুয়ারী (শুক্রবার) স্থানীয় সময় সকাল ১১টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি তারিফ হাইওয়ে রোড পাড়ি দিতে যান আনা মিয়া ঠিক তখনই ওপর পাশ থেকে আসা দ্রুতগামী একটি গাড়ীর ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে সেখানকার পুলিশ আবুধাবী শেখ জাইদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।



    আনা মিয়ার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের দুই বীরের গ্রাম কালিডহর( পশ্চিমবাড়ী) গ্রামের মৃত আফতার আলীর ছেলে ও আব্দুস সালাম ঠিকাদারের চাচাতো ভাই।বিবাহিত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন।
    এদিকে নিহত আনা মিয়ার লাশ দেশে প্রেরণের খবর পাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম