| ১২ এপ্রিল ২০২০ | ১০:৩৪ পূর্বাহ্ণ
➤মানুষের কল্যাণে
”তুমি আমার জীবন,
আমি তোমার জীবন,
দু’জন দু’জনার কত যে আপন,
কেউ জানে না,কেউ জানে না।”
যদি হয় একজনের করোনা,
আরেক জন পাশে ও যাবে না,
বলবে না তখন,
তুমি আমার জীবন!
করোনায় এলে মরণ;
কেউ আসবেনা করতে দাফন,
পড়ে থাকা লাশের ঠিকানা,
কেউ জানবে না,কেউ খবর নিবে না।
দুজনার দুটি মনে হউক
একটি আশা;
আল্লাহ রাসুলের প্রতি
প্রেমের পিপাসা,
তবেই পাবে জীবনে
শান্তি সুখের ভালোবাসা।
সাজানো পৃথিবীটা হঠাৎ
যেন থমকে গেল,
সত্যিকারের ভালোবাসা
মানবতার কাছে খুঁজে পেলো।
সুন্দর স্বপ্ন নিয়ে,
আগামীর পৃথিবী অামরা সাজাবো,
মানুষ মানুষের কল্যাণে
এগিয়ে যাবো।
১২ এপ্রিল ২০২০ইং
➤এমন একটি পৃথিবী চেয়েছিল প্রকৃতি
পৃথিবীটা কেমন বদলে গেল,
চারদিক সুনশান নিরবতা ;
পাখি গায় গান, নেই কোলাহল,
সবুজের সমারোহে গাছপালা লতাপাতা।
রাস্তায় নেই ট্রাফিকের লালবাতি,
নেই বাসের কালো ধোঁয়া ;
চলেনা কোন মার্সিডিজ, কিংবা বিএমডব্লিউ,
কোথায় হয়ে গেল সব হাওয়া!
কত কি রং তামাশা চলতো
এই ধরনীর বুকে;
করোনার আক্রমণে আজ নিস্তব্ধ,
গোটা পৃথিবী যেন মৃত্যুর মুখে।
সাগরের জলে অাজ
নেই কোন বাড়তি তোষণ
মাছেরা করে খেলা,
নেই কোন জাহাজের শব্দ দূষণ।
আকাশে উড়ে না বিমান,
নষ্ট হয় না ফুয়েল,।
বাতাস হয় না দূষণ,
মনের সুখে গেয়ে বেড়ায় দোয়েল।
এমন একটা পৃথিবী,
হয়তো চেয়েছিল প্রকৃতি,
বেঁচে থাকলে কেউ কোনদিন,
ভুলতে পারবে না করোনার স্মৃতি।
১১ এপ্রিল ২০২০ইং