কবিঃ এস এম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক - জাতীয় লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা | ০৭ নভেম্বর ২০২০ | ১:২৯ পূর্বাহ্ণ
লক্ষ্য-কুটি সৃষ্টির মাঝে নিখিল জাহান
আর কারো নই এ যে আমার প্রভুর দান,
রোজ প্রভাতে তার নামে গায় পাখ-পাখালী
থেমে রয় তব অধম বান্দার কন্ঠনালী!
দেখে নাও সবুজ-শ্যামল এই অপরুপ সৃষ্টি
ভাবো বসে কে দিয়েছেন অমূল্য এই দৃষ্টি,
আমার প্রভুর সৃষ্টির কোনো তুলনা নেই
যেদিকে তাকাই তার করুণা দেখতে পাই।
আঠারো হাজার মাখলুকাত নাম জপে তার
শ্রেষ্ঠ জাতি মানুষ হয়ে ব্যস্ত ভিন্ন ভাবনার,
জাতি হিসেবে শ্রেষ্ঠতো সেই সে মানুষ
দুনিয়ার লোভ-লালসায় যে রয় না বেহুশ।
প্রভু আমি অপরাধী ক্ষমা করো আমায়
দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছি তোমায়,
তোমার দয়ার সাগরে ধুয়ে করো সাফ
বান্দা হিসেবে কবুল করো করে দিয়ে মাফ!
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |