লেখক: কে.এম.আব্দুল্লাহ | ০৪ মে ২০১৯ | ৯:৪৫ অপরাহ্ণ
আমি তখন কুমিল্লা কোটবাড়িস্থ গন্ধমতি মাদ্রাসায় কর্মরত।
জামায়াত নেতাদের ফাঁসির দাবিতে জেগে উঠা “গণজাগরন মঞ্চ” এর কিছু ব্লাগার কর্তৃক-
ইসলাম, আল্লাহ ও রাসুল (সাঃ)কে অনবরত কটুক্তি ও অপমানের প্রতিবাদে শাইখুল ইসলাম আল্লামা আহমাদ শফী (হাফিঃ) এর ডাকে প্রতিবাদী হয়ে উঠে দেশের সকল মাদ্রাসার ছাত্র-শিক্ষক সহ সর্বস্তরের জনসাধারন।
দেশব্যাপি সভা, সমাবেশ, মিটিং, মিছিল, মানববন্ধন, স্বারকলিপি পেশ সহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ চলতে থাকে।
ওলামায়ে হক্কের সিদ্ধান্ত অনুযায়ী “৫ই মে ঢাকা অবরোধ” সফল করতে দেশব্যাপি চলে প্রচারাভিযান।
ক্ষমতাসীন সরকারের নিকট পেশ করা হয়- ১৩দফা সম্বলিত যুগোপযোগী দাবী।
“ঢাকা অবরোধ” কর্মসূচিতে অংশগ্রহন করতে ৪ই মে ফজরের নামাজের পরই আমরা তিন শিক্ষক রওয়ানা দেই একসাথে।
কুমিল্লা থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ১০ থেকে ১২টি পুলিশি তল্লাশির বাধা পেরিয়ে উপস্থিত হই সাইনবোর্ডে অবস্থিত আল্লামা শফিকুল ইসলাম (দাঃবাঃ) এর পরিচালিত “জামেয়া ইব্রাহিমিয়া মাদ্রাসায়”।
রাত্রিযাপন ও খাওয়া-দাওয়া মাদ্রাসার পক্ষ থেকেই করা হয়।
এরই মধ্যে বিভিন্ন সময়ে ওলামায়ে হযরত দিক-নির্দেশনামূলক নছিহত পেশ করতে থাকেন।
যাতে বারবার সবাইকে সহনশীল, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার উপদেশ দেওয়া হয়।
এবং সবাইকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আদেশ দেওয়া হয়। ও অধিকহারে আল্লাহর কাছে রুনাজারী করার পরামর্শ দেওয়া হয়।
একসময় নছিহত শেষে সবাই ঘুমিয়ে যাই……….
উল্লেখ্য যে– এই প্রতিবাদ কর্মসূচীতে আমার অংশগ্রহন কোন রাজনৈতিক দল বা কোন পীর সাহেবের আদেশে নয়। কেবলমাত্র লিল্লাহিয়্যাতের জন্য।
চলবে……………
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |