কবি : এইচ.এম.জাকির হোসাইন। | ০৫ মার্চ ২০১৯ | ১২:১৮ অপরাহ্ণ
আমাদের তিতাস,
কখনো তুমি হাজার মানুষের
প্রাণের নিঃশ্বাস ।
কখনো তুমি দুঃখী কৃষকের
মরা কান্না আর দীর্ঘশ্বাস ।
তোমারই তীরে ফসল ফলে,
তোমারই স্রোতে ফসল
ভাসে ।
তুমি জননী,তুমি রমনী
অপরুপ সৌন্দর্যের ছবি ।
তুমি আবার কবির কলমের
উপন্যাস,
হে তিতাস ।
আমি তোমার রুপ দেখেছি
নীরব সন্ধায়,
তোমারই
কবিতা পড়েছি আমি
আল মাহমুদের লেখায় ।
তুমি অদৈত মল্লবর্মন
তুমি হাজার স্বপন ।
হে তিতাস
শেষ বিকেলে তোমারই বুকে
আলো ছায়ার খেলা
মধ্যরাতে তোমার বুকে
মাছ ধরার মেলা ।
তোমার বুকে আজও ভাসে
হাজার স্বপ্নের ভেলা।