• শিরোনাম


    আবুধাবি ও দুবাই’র এক-তৃতীয়াংশ আঁধারে ডুবিয়ে দিতে পারে কাতার।

    | ০৮ এপ্রিল ২০১৯ | ৯:৩২ অপরাহ্ণ

    আবুধাবি ও দুবাই’র এক-তৃতীয়াংশ আঁধারে ডুবিয়ে দিতে পারে কাতার।

    কাতারের স্পিকার আহমাদ আলে মাহমুদ বলেছেন: কাতার সংযুক্ত আরব আমিরাতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিলে আবুধাবি ও দুবাইয়ের এক-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে।

    দোহায় বিশ্বের স্বাধীন দেশগুলোর সংসদীয় ফোরাম আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ’র সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে রুশ টিভি চ্যানেল রাশাটুডে-কে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।



    সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর আইপিইউ’র সাধারণ পরিষদের চলমান বৈঠক বয়কট করেছে।

    আহমাদ আলে মাহমুদ বলেছেন: সংযুক্ত আরব আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপ করেছে। কিন্তু কাতার পাল্টা পদক্ষেপ নেয়নি। কাতার চাইলে, আন্তর্জাতিক আইন অনুযায়ী, আমিরাতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিতে পারে। মিশরের তিন লাখ নাগরিক কাতারে কাজ করে। মিশর অন্যায় আচরণ করার পরও কাতার পাল্টা পদক্ষেপ নেয়নি। একজন মিশরীয়কে কাতার থেকে ফেরত পাঠানো হয়নি। কিন্তু কাতারের ওপর অবরোধ আরোপকারী চারটি দেশই তাদের ভূখণ্ড থেকে সব কাতারিকে চলে যেতে নির্দেশ দিয়েছে। এমন কি সেসব দেশে কাতারের চিকিৎসাধীন নাগরিকদেরকেও থাকতে দেয়া হয়নি।

    উল্লেখ্য, কথিত সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে ২০১৭ সালের ৫ই জানুয়ারি থেকে কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন।

    সূত্র: পার্সটুডে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম