• শিরোনাম


    আজ সাংবাদিক লোকমান হোসেন পলার জন্মদিন

    আওয়ার কণ্ঠ নিউজ ডেস্ক: | ০৯ ডিসেম্বর ২০২২ | ১২:০৭ অপরাহ্ণ

    আজ সাংবাদিক লোকমান হোসেন পলার জন্মদিন

     

    সাংবাদিক, লেখক, পর্যটক, মানবাধিকারকর্মী ও সংগঠক লোকমান হোসেন পলার আজ ৪৮ তম জন্মদিন। তিনি ১৯৭৫ সালে আজকের দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন খাড়েরা গ্রামে জন্মগ্রহন করেন।
    তিনি ছাত্র অবস্থায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্তহন । ১৯৯৭ সাল থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন বিকাশ এর সম্পাদনা করে আসছেন, বতর্মানে নিডস নিউজ ২৪ ডট কমের সম্পাদক, মাসিক পূর্বাপরের কার্যকরী সম্পাদক, সাপ্তাহিক বহুমত এর মফস্বল সম্পাদক, দেশ বাঙালি লিটল ম্যাগ এর সস্পাদক, সভাপতি, বিশ্ববাঙালি সংসদ -বাংলাদেশ, কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বিটিসি নিউজ ডট কম ডট বিডি, দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার বিদ্রোহী ডট কম, দৈনিক দেশবাংলা এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব, তিনি কর্মের স্বীকৃতি স্বরুপ পশ্চিম বাংলার ঈশপ সাহিত্য সম্মননা, ভারত বাংলাদেশ মৈত্রি সম্মাননা ২০১৮, দৈনিক নব অভিযান সম্মননা পদক ২০০৯ (সফল সংগঠক) মাপসাস মহাত্নাগান্ধী শান্তি পদক ২০১০ (ইভটিজিং ও মাদক বিরোধী প্রচারে বিশেষ অবদানের জন্য) তিনি সৌদি আরব, সিগাংপুর, ভারত, নেপাল, ভুটান ভ্রমণ করেছেন।
    তার প্রকাশিত গ্রন্থ, মুক্তিযুদ্ধে খাড়েরা ইউনিয়ন, এক জনমে, প্রিয় কবিতা, ডিজিটাল সংসার, শান্তির পথে, পৃথিবীর পথে, এই পথ চলাতে আনন্দ, তিনি প্রতিভা সাহিত্য সংগঠণ ও পাঠাগার এর প্রতিষ্ঠাতা,কসবা উপজেলা থিম সং এর গীতিকার।



    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম