| ২২ মার্চ ২০১৯ | ৬:২৭ পূর্বাহ্ণ
সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউড মসজিদে সন্ত্রাসী হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর সপ্তাহ পার হয়ে যাচ্ছে। আজ ২২ মার্চ শুক্রবার মসজিদ দুটি নতুন করে খোলার প্রস্তুতি নেয়া হয়েছে। এদিন জুমার নামাজে হাজার হাজার মুসল্লি অংশ নেবেন বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে জানা গেছে।
এদিকে আগামীকাল মসজিদ দু’টিতে যখন মুসল্লিরা নামাজ পড়বেন, তখন মসজিদের বাইরে নিরাপত্তা দেবে স্থানীয় তিনটি বাইকার গ্যাং।
এদিকে আল নুর মসজিদের ইমাম জামাল ফাওদা বলেন, ‘আমার ধারণা তিন থেকে চার হাজার মুসল্লি আগামীকালআরেজ শুক্রবার জুমায় অংশ নেবেন। তারা বিদেশ থেকে নিউজিল্যান্ডে আসছেন। মসজিদ বরাবর হ্যাগলি পার্কে এদিন জুমা অনুষ্ঠিত হতে পারে।’
এদিকে আল নুর মসজিদে ৪২ মুসল্লিকে হত্যা করে অস্ট্রেলিয়ার শ্বেতাঙ্গ বর্ণবাদী জঙ্গি। প্রথম এ মসজিদটিকেই লক্ষ্যবস্তু বানিয়েছিল সে। এর পরে হামলকারী পার্শ্ববর্তী লিনউড মসজিদে হামলা চালায়, যাতে নিহত হন আরও আটজন।
এ সময় ইমাম বলেন, ‘মসজিদের কর্মীরা দিনরাত কাজ করে সেটিকে মেরামত করছেন। রক্তাক্ত কার্পেটগুলোও মাটিতে পুঁতে রাখার পরিকল্পনা করা হয়েছে।’
এদিকে সন্ত্রাসী হামলায় নিহত অর্ধশত মুসল্লির সবাইকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
এ ব্যাপারে পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, ‘আমি বলতে পারি, কয়েক মিনিট আগে নিহত সবাইকে শনাক্ত করা হয়েছে। কাজেই দাফনের ব্যাপারে তাদের স্বজনদের বলা হয়েছে।’
এদিকে শোক-শ্রদ্ধা আর কান্নার থমথমে পরিবেশের মধ্যেই শুরু হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় নিহতদের দাফন। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পাঁচ দিন পর বুধবার নিহত স্বজনদের কবরে শুইয়ে দেয় দুঃখ ভারাক্রান্ত পরিবারগুলো।